ETV Bharat / state

জলপাইগুড়ি হাসপাতালে রোগীদের পরানো হবে রিস্টব্যান্ড

author img

By

Published : Feb 24, 2020, 8:11 PM IST

Jalpaiguri Hospital will start to use wristband to identify their patient
জলপাইগুড়ি হাসপাতালে রোগীদের পরানো হবে হাতকড়া

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কঠোর করতে রোগীদের হাতে পরিয়ে দেওয়া হবে রিস্টব্যান্ড ৷ এই ব্যান্ডের গায়ে রোগীর নাম ঠিকানা ও রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে ৷ এতে কোনও রোগী হাসপাতাল ছেড়ে পালিয়ে গেলে খুব সহজেই সাধারণ মানুষ তাঁকে চিহ্নিতকরণ করতে পারবে ।

জলপাইগুড়ি, 24ফেব্রুয়ারি : এবার থেকে রোগীদের পরানো হবে রিস্টব্যান্ড । এই রিস্টব্যান্ড রোগীকে চিহ্নিতকরণ করতে সাহায্য করবে । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কঠোর করতেই এমন উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর ।শুধু তাই নয়, রোগীদেরও পোশাক চালু হতে চলেছে সুপার স্পেশালিটি হাসপাতালে ।

মাঝে মধ্যেই অভিযোগ আসে রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে । এরপরই থানার দ্বারস্থ হতে হয় স্বাস্থ্য দপ্তরকে ।এবার থেকে হাসপাতালে কোনও রোগী ভরতি হলেই তাঁর হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হবে । এবং ব্যান্ডের গায়ে রোগীর নাম ঠিকানা ও রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে ৷ এই ব্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ খুলতে পারবে না । এমনকী হাসপাতালে ভরতি হওয়ার সাথে সাথেই রোগীদের নার্সিহোমের মতো পোশাক পরিয়ে দেওয়া হবে । সেক্ষেত্রে কোনও রোগী হাসপাতাল ছেড়ে পালিয়ে গেলে খুব সহজেই সাধারণ মানুষ তাঁকে চিহ্নিতকরণ করতে পারবে ।

জলপাইগুড়ি হাসপাতালে রোগীদের পরানো হবে রিস্টব্যান্ড

জলপাইগুড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ বলেন, ‘‘আমরা নিরাপত্তার দিক মাথায় রেখেই রোগীদের এই ব্যান্ড ও পোশাক চালু করতে চলেছি । কোনও রোগী হাসপাতাল থেকে চলে গেলে আমাদের সমস্যায় পড়তে হয় । সম্প্রতি এক রোগীর হাতে স্যালাইন লাগানো অবস্থায় পাওয়াকে কেন্দ্র করে শহরের চাঞ্চল্য ছড়িয়েছিল ৷ এবার আর কোনও ফাঁক রাখতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.