ETV Bharat / state

Flood Situation in Jalpaiguri: সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:01 PM IST

Updated : Oct 4, 2023, 11:06 PM IST

Teesta River Dam: সিকিমে বিপর্যয় নেমে আসার পরই জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর ৷ 1968 সালের 4 অক্টোবর জলপাইগুড়িতে ভয়াবহ বন্যা হয়েছিল ৷ এ দিনের বন্যা পরিস্থিতি সেই স্মৃতি আরও এবার উসকে দিল ৷

Flood Situation in Jalpaiguri
তিস্তা নদী বাঁধ সংস্কার

জলপাইগুড়িতে সাড়ানো হল ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ

জলপাইগুড়ি, 4 অক্টোবর: সিকিম বিপর্যস্ত হওয়ার পরেই অবশেষে ঘুম ভাঙল সেচ দফতরের । বুধবার উদ্যোগ নেওয়া হল ক্ষতিগ্রস্ত তিস্তা নদী বাঁধ সংস্কারের । তাও আবার আপৎকালীন পরিস্থিতিতে । স্থানীয়দের অভিযোগ, সারা বছর সেচ দফতরের পক্ষ থেকে কোনওরকম হেলদোল থাকে না ৷ বার বার অভিযোগ করলেও সেচ দফতর কর্নপাত করে না ।

তিস্তা নদী সংলগ্ন স্থানীয় বাসিন্দা অমিত মণ্ডল বলেন, "গতকাল রাত থেকেই তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । সিকিমে যেভাবে বিপর্যয় হয়েছে তাতে বিকেলের দিকে পরিস্থিতি কী হয় সেই নিয়েই চিন্তায় রয়েছি । তবে এই বাঁধ আজ থেকে খারাপ নয় । দীর্ঘদিন থেকে বাঁধ কেটে বড় বড় গাড়ি করে তিস্তা নদীতে বালি তোলার কাজ করা হয়েছে । পৌরসভার জলের প্রকল্পের কাজ করা হয়েছে । কিন্তু বাঁধ ঠিক করা হয়নি । আজ বেগতিক দেখে আপৎকালীন পরিস্থিতিতে তাপ্পি মেরে বাঁধ সংস্কার করা হচ্ছে ।" 2021 সালেও লক্ষ্মীপুজোর দিন তিস্তার নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ সংস্কার করতে জেলাশাসক ও পুলিশ সুপারকে ছুটে যেতে হয়েছিল । যদিও এই বিষয়ে সেচ দফতরের আধিকারিকরা মুখে কুলুপ এটেছেন।

আজ সিকিমে চুংথাং বাঁধ ভেঙে গেলে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা ৷ ফুলে ফেঁপে ওঠে নদী ৷ বন্যা পরিস্থিতির তৈরি হয় ৷ এরপরেই তড়িঘড়ি বাঁধ সাড়াইয়ের কাজে নামল সেচ দফতর । তিস্তা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে ৷ এর ফলে জলপাইগুড়ি শহরে জল ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে । 1968 সালের 4 অক্টোবর আজকের দিনেই জলপাইগুড়িতে ভয়াবহ বন্যা হয়েছিল । সেই বছরের বন্যার স্মৃতি উস্কে দিল আজকের পরিস্থিতি । কাকতালীয়ভাবে দিনটিও এক । বুধবার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ 31 নম্বর জাতীয় সড়কের ওপর তিস্তা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা, সেচমন্ত্রীকে দ্রুত শিলিগুড়িতে পৌঁছনোর নির্দেশ

ফুঁসছে তিস্তা নদী । জলপাইগুড়িতে তিস্তায় অসংরক্ষিত এলাকার সতর্কতা জারি করা হয়েছে সেচ দফতরের পক্ষ থেকে । তিস্তা সেতুর নীচে নদীর পাশে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছিল বাঁধ ৷ আজ তা সংস্কার করার উদ্যোগ নিল প্রশাসন । সিকিমে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বন্যার আশঙ্কা জলপাইগুড়িতে । এতেই মাথায় বাজ ভেঙে পরেছে সেচ দফতরের । সিকিমের তিস্তা নদীতে ভয়াবহ পরিস্থিতির পর জলপাইগুড়িতে তিস্তা নদীর সমতলে বন্যার আশঙ্কা আরও প্রবল হয়েছে । জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় নদীর জল ব্যাপক‌ হারে‌ বাড়তে‌ পারে‌ আশঙ্কা করে ইতিমধ্যেই নদীর পাড়ে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন । ইতিমধ্যেই জলপাইগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত অঞ্চলের জন্য লাল সংকেত জারি করেছে সেচ দফতর ।

আরও পড়ুন: বিপর্যস্ত সিকিম, ফুলেফেঁপে উঠল তিস্তা! জলপাইগুড়িতে হলদু সতর্কতা

জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লির তিস্তা নদীর পাড়ে ক্ষতিগ্রস্থ অংশে যুদ্ধকালীন পরিস্থিতে বাঁশ ও বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে । জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ও জলপাইগুড়ি রেঞ্জের আইজি অখিলেশ কুমার চতুর্বেদী তিস্তা সেতু সংলগ্ন বাঁধ পরিদর্শনে করতে আসেন বুধবার । আইজি বলেন, "জল অনেকটাই কমেছে । আমরা প্রচুর মানুষকে উদ্ধার করেছি । আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি ৷"

Last Updated :Oct 4, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.