ETV Bharat / state

Ration Distribution Problem: জলপাইগুড়িতে রেশন না-পেয়ে দোকানে তালা দিলেন গ্রাহকরা

author img

By

Published : Nov 2, 2022, 8:28 PM IST

দীর্ঘদিন ধরে মিলছে না রেশন (Ration) ৷ ক্ষোভে রেশন দোকানেই তালা লাগিয়ে দিল গ্রাহকরা ৷ সঙ্গ দিয়েছেন কাউন্সিলরও ৷

Customers locked shop for not getting ration in Jalpaiguri
Customers locked shop for not getting ration in Jalpaiguri

জলপাইগুড়ি, 2 নভেম্বর: রেশন (Ration) না-পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরাই তালা ঝুলিয়ে দিল দোকানে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ায় । গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রেশন ডিলার গ্রাহকদের সময় মতো দ্রব্য দেন না । এমনকী টোকেন দিয়ে পরে রেশন দেওয়ার কথা বলেও তা দেন না । বারংবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ অবশেষে আজ রেশন দোকানে তালা মেরে দেন গ্রাহকরা । স্থানীয় কাউন্সিলর এসেও রেশন ডিলারের প্রতি ক্ষোভ উগড়ে দেন ।

রেশন না-দেওয়ার পাশাপাশি, সামগ্রী রাতের অন্ধকারে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন দোকান মালিক ৷ এমন অভিযোগ দীর্ঘদিনের । দোকানে রেশন নিতে গেলেই গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কুপন। বলা হচ্ছে, আজ রেশন সামগ্রী নেই ৷ অন্যদিন আসতে হবে ৷ এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা (Ration Distribution Problem) ৷

বুধবার সকালে রেশন দেওয়ার কথা থাকলেও বাসিন্দারা গিয়ে দেখতে পান দোকান বন্ধ ৷ এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা । উত্তেজিত জনতা রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ স্থানীয় গ্রাহক অর্পণা দে'র অভিযোগ, রেশন দোকান মালিক হয়তো রাতের অন্ধকারে রেশন সামগ্রী অন্যত্র বিক্রি করে দিচ্ছে (Customers locked shop for not getting ration in Jalpaiguri) ৷

রেশন না পেয়ে দোকানে তালা দিল খোদ গ্রাহকরা

আরও পড়ুন: চলন্ত বাসের চাকা থেকে ধোঁয়া, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা সরকারি বাসের

বাসিন্দাদের সঙ্গে একই দাবি করেন জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি । তিনি অভিযোগ করে জানান, বার বার খাদ্য দফতরে এই রেশন ডিলারের বিষয়ে অভিযোগ করেও লাভ হয়নি । এর সঙ্গে খাদ্য দফতরও জড়িয়ে রয়েছে । এই অভিযোগ প্রসঙ্গে রেশন দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.