ETV Bharat / state

Narayani Sena : 223 জন নারায়নী সেনার জামিন, 50 জনের আবেদন খারিজ

author img

By

Published : Aug 24, 2021, 7:00 PM IST

19 অগস্ট নিশীথ প্রামাণিকের সঙ্গে জল্পেশের দিকে যাওয়ার ময়নাগুড়ি ধর্মশালায় পুলিশের সঙ্গে অশান্তি বাধে নারায়ণী সেনার ৷ সেই ঘটনায় 273 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন তাঁদের মধ্যে 223 জনের জামিন হল ৷ বাকি 50 জনের জামিন মঞ্জুর করেনি আদালত ৷

জামিন পেলেন 223 জন নারায়ণী সেনা ৷
জামিন পেলেন 223 জন নারায়ণী সেনা ৷

জলপাইগুড়ি, 24 অগস্ট : 223 জন নারায়ণী সেনার জামিন হল । তবে 50 জন জামিন পেলেন না ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া 223 জন নারায়ণী সেনার জামিন হল মঙ্গলবার । 19 অগস্ট নিশীথ প্রামাণিকের সঙ্গে যাত্রায় অংশ নেওয়া 273 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ । এদিন বিজেপির লিগ্যাল সেলের পক্ষ থেকে 60 জন আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করেন । জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 223 জনকে জামিন দিলেও বাকি 50 জনের জামিনের আবেদন খারিজ করে দেন ।

19 অগস্ট জল্পেশে পুজো দিতে যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক ৷ তাঁর সঙ্গে ছিলেন 273 জন নারায়ণী সেনা ৷ লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে যাওয়ার সময় ময়নাগুড়ি ধর্মশালায় পুলিশের বাধার মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী ৷ তাঁদের কোভিডের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট আছে কিনা বা আরটিপিসিআর টেস্ট করা হয়েছে কিনা দেখতে চায় পুলিশ ৷ তাতেই বচসা শুরু হয় ৷ পুলিশের সঙ্গে হাতিহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা ৷ বাধাপ্রাপ্ত হয়ে জাতীয় সড়ক অবরোধও করেন নারায়ণী সেনারা ৷ কোভিড বিধি ভেঙে জমায়েত এবং পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে 273 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ । তাঁদের আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

এদিন ধৃত 273 জন নারায়ণী সেনার জামিনের আবেদন করেন বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীরা । জলপাইগুড়ি জেলার বিজেপির লিগ্যাল সেলের কনভেনর পিয়াসি পাল বলেন, "আমাদের কর্মীদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল গত 19 তারিখ ৷ তাঁদের জামিনের জন্য আজ আমরা আবেদন করি ৷ বিচারক 223 জনের জামিন দিয়েছেন । 50 জনের জামিন হয়নি । আগামি 1 তারিখ ফের জামিনের আবেদন করব আমরা ।" পিয়াসির অভিযোগ, "পুলিশের কাছেই বন্দুক, পুলিশের কাছেই কলম ৷ তাই যা খুশি তাই অভিযোগ দিয়েছে । আমরা আইনগত ভাবেই লড়াই করব ৷" এদিন আদালতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী এবং ধৃতদের ব্যক্তিগত আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : Nisith Pramanik : 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.