ETV Bharat / state

Abhishek Banerjee: বাংলাভাগ নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Jul 12, 2022, 8:16 PM IST

"দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বলে বাংলায় কিছু নেই ৷ বাংলায় একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ ।" ধূপগুড়ির পুর ফুটবল ময়দানে মঞ্চ থেকে একথাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Warning about Partition of Bengal) ।

Abhishek Banerjee News
বাংলাভাগ নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

জলপাইগুড়ি, 12 জুলাই: "দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বলে বাংলায় কিছু নেই ৷ বাংলায় একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ । যারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়, বাংলার ভাগ করতে চায় তাদের এই সভা মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলতে চাই যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন বাংলায় পৃথক রাজ্য করার সাহস কেউ দেখাতে পারবে না ৷ আমি কথা দিয়ে যাচ্ছি ।" মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কর্মীদের নিয়ে সভা করতে এসে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

বাংলাভাগ নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : জিটিএ-র শপথে পাহাড়ে আইটি-ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন তিনি সভামঞ্চে উঠেই হুঁশিয়ারি দিয়ে জানান, যারা বাংলাকে ভাগ করতে চাইছেন তাদের চিহ্নিত করতে হবে । উত্তরবঙ্গ বলে কোনও শব্দ নেই, আজ থেকে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে শব্দ থাকবে না । আগামীতে যখন এই এলাকায় আসব তখন সংবাদ মাধ্যমের বন্ধুরাই খবর করবে এলাকার নাম উল্লেখ করে । উত্তরবঙ্গ ভাগ যারা করতে চাইছে তারা পারবে না । আপত্তি থাকলে বলবেন । কিসের উত্তরবঙ্গ । আমার উত্তরবঙ্গ শুনতে ভালো লাগে না । আমি যখন ঝাড়গ্রামে সভা করতে যাই তখন কি কেউ বলেন দক্ষিণবঙ্গ সফরে অভিষেক ? বলেন না ৷ এরপর ধূপগুড়ি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে এটা খবর হবে ধূপগুড়ি সফর বলে । উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবার কী ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.