ETV Bharat / state

Sikkim Flash Floods: জলপাইগুড়িতে তিস্তায় ভেসে ওঠা 17 দেহ কি নিখোঁজ জওয়ানদের !

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 5:40 PM IST

Updated : Oct 5, 2023, 8:08 PM IST

17 Dead Bodies Found in Jalpaiguri: বৃহস্পতিবার জলপাইগুড়িতে তিস্তায় ভেসে ওঠে 17টি দেহ ৷ অনুমান করা হচ্ছে, সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে যে 22 জন জওয়ান নিখোঁজ ৷ এই দেহগুলি তাঁদের হতে পারে ৷ সেনা ও পুলিশ খতিয়ে দেখছে সবটা ৷ এছাড়া এ দিন তিস্তা থেকে সেনার বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে ৷

Sikkim Flash Flood
Sikkim Flash Flood

বৃহস্পতিবার জলপাইগুড়িতে তিস্তায় ভেসে ওঠে 17টি দেহ

জলপাইগুড়ি, 5 অক্টোবর: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এখনও নিখোঁজ 22 জন সেনা জওয়ান । এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে 17টি মৃতদেহ উদ্ধার হল । সেনাবাহিনী মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে । সেই সঙ্গে তিস্তা নদী থেকে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর ব্যবহৃত মর্টার-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র, গাড়ির যন্ত্রাংশ । এনডিআরএফ, সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা তিস্তা নদী থেকে উদ্ধারকার্যে নেমেছে । মনে করা হচ্ছে সবক’টি মৃতদেহ সিকিম থেকে ভেসে এসেছে ।

বুধবার জলপাইগুড়ির টাকামারিতে 3টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হয় । বৃহস্পতিবার সকাল থেকে ময়নাগুড়িতে 8টি, মেখলিগঞ্জে 2টি, সদর ব্লকের নাথুয়ার চরে 1টি, তিস্তার ছয় নম্বর স্পারে 1টি, নন্দনপুর বোয়ালমারির বাহির চরে 1টি, গাজোলডোবাতে 1টি, ক্রান্তিতে 2টি, মালবাজারে 1টি মৃতদেহ উদ্ধার হয়েছে । মাঝ তিস্তার চরে আরও মৃতদেহ আছে বলে দাবি স্থানীয়দের । এদিকে সকালে তিস্তার বিবেকানন্দ পল্লি এলাকায় সেনাবাহিনীর পোশাক উদ্ধার হয় । বড় বড় ব্যাগ উদ্ধার হয় । তিস্তা নদী থেকে যুদ্ধে ব্যবহৃত মেশিন ও গোলা উদ্ধার হয়েছে ।

বুধবার থেকেই সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সেনা আধিকারিকরা জলপাইগুড়ি জেলার সেনা জওয়ানদের উদ্ধারের জন্য সার্চ অপারেশন শুরু করে । রাত থেকে তিস্তার জল নামতে শুরু করায় একে একে মৃতদেহ ভেসে উঠছে । ব্যাঙডুবির সেনা জওয়ানরা সকাল থেকে সেনা জওয়ানদের মৃতদেহ কি না, তা খতিয়ে দেখতে মালবাজার, ময়নাগুড়ি, সদর ব্লক, ক্রান্তি, মেখলিগঞ্জে পৌছে যান । মৃতদেহগুলোর মধ্যে নিঁখোজ সেনা জওয়ান আছে কি না, তা খতিয়ে দেখছেন সেনা আধিকারিকরা ।

নাথুয়া চর এলাকার বাসিন্দা জয়দীপ দাস বলেন, ‘‘তিস্তা নদীতে মৃতদেহ ভেসে এসেছে । দেখে সেনা জওয়ানের মৃতদেহ বলে মনে হচ্ছে । সেনা আধিকারিক, পুলিশ সবাই এসেছে মৃতদেহ উদ্ধার করতে । তিস্তায় তেলের ড্রাম, গ্যাস সিলিন্ডার অনেক ভেসে এসেছে ।’’

এদিকে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানান, জলপাইগুড়ি জেলার ক্রান্তি চাপাডাংগার জয়শিব সেন ও ময়নাগুড়ি চাত্রার পারের রঞ্জিত রায় সেনাবাহিনীর পোর্টার হিসেবে কাজ করতেন ৷ তাঁদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ।

প্রতিরক্ষা মন্ত্রকের গুয়াহাটির মুখ্য জনসংযোগ আধিকারিক (ডিফেন্স) লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, সিকিমে বিপর্যয়ের ফলে 23 জন জওয়ান নিখোঁজ হয়েছিলেন । তার মধ্যে গতকাল একজন জীবিত অবস্থায় উদ্ধার হন ।তিনি এখন চিকিৎসাধীন । 22 জন সেনা জওয়ানের খোঁজ আজও পাওয়া যায়নি ৷ তল্লাশি অভিযান চলছে । ত্রিশক্তি কর্পস তল্লাশি চালাচ্ছে । বুধবার সিকিমের সিংথামের নিচে বারদাং এলাকায় বালিপাথরের নিচে চাপা পড়া সেনাবাহিনীর গাড়িগুলোকে জেসিবি দিয়ে খুঁড়ে উদ্ধার করার কাজ করছে সেনাবাহিনীর জওয়ানরা ।

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিপর্যয় আটকানো গিয়েছে, মত সেচমন্ত্রী পার্থ ভৌমিকের

Last Updated : Oct 5, 2023, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.