ETV Bharat / state

Dilip Ghosh over Ram Navami: 'ইদে দু'দিন ছুটি দেন, রামনবমীতে ধরনা দিচ্ছেন', মমতাকে কটাক্ষ দিলীপের

author img

By

Published : Mar 30, 2023, 1:29 PM IST

Updated : Mar 30, 2023, 2:01 PM IST

আজ রামনবমীতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়লেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ হাওড়ায় একটি প্রাচীন মন্দিরে পুজো দিত এসে তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা মিথ্যা (Dilip Ghosh alleges against Mamata Banerjee over Ram Navami day) ৷

Dilip Ghosh
রামনবমীতে দিলীপ ঘোষ

হাওড়ায় রামরাজাতলায় রামনবমীতে পুজো দিলেন দিলীপ ঘোষ

রামরাজাতলা (হাওড়া), 30 মার্চ: আজ রামনবমী ৷ সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামরাজতলায় রামমন্দিরে পুজো দিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এখানে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদে দু'দিন ছুটি দেন (Dilip Ghosh alleges Mamata Banerjee shows fake love for Hindus) ৷ রামনবমীতে ছুটি দেননি, উলটে ধরনায় বসে আছেন ৷ তিনি কত হিন্দু ভক্ত ? এদিকে আমাদের গঙ্গা আরতি করতে না-দিয়ে তিনি করেন ৷ মুখ্যমন্ত্রী কত হিন্দু প্রেমী বোঝা যাচ্ছে ৷ হিন্দুত্বের প্রতি তাঁর ভালোবাসা সবটাই মিথ্যে ৷"

তৃণমূল সুপ্রিমোকে হিন্দু-বিরোধী বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ এবং গতকাল একটি টুইটও করেন ৷ খড়্গপুরের বিজেপি সাংসদ এদিন বলেন, "রাম এখানে আছেন, রাম থাকবেন ৷ আমরা রামভক্ত ৷ ভগবান রামচন্দ্র আদর্শ রাজা ছিলেন ৷ তাঁকেই আদর্শ করেছি ৷ রামরাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি ৷ আমরা রাজনীতি করি ৷ রামচন্দ্র ক্ষত্রিয় রাজা ছিলেন, সুপ্রশাসক ছিলেন ৷ রামরাজ্যের কথা গান্ধিজিও বলেছেন, সেটাকে বাস্তবে পরিণত করার জন্য আমরা রাজনীতি করছি ৷"

  • Mamata Banerjee shows fake love for Hindus by stopping State BJP President from doing Ganga Aarti and then doing it herself.

    She gives 2 days holiday for Eid but no holiday for Ram Navami. She is anti-Hindu and is staging Dharna just to confuse people. pic.twitter.com/YlNViGFJ7h

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতার ধরনা নিয়ে বিজেপি নেতা বলেন, "জানি না, তিনি কার হয়ে কখন বসেন ৷ এটা তিনিই ঠিক করুন ৷ তিনি যে কখন মুখ্যমন্ত্রী আর কখন নেত্রী, তা বোঝাও যায় না ৷" রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ বলেন, "রামনবমী যার যেমন ইচ্ছে পালন করবে ৷ এই বিষয়ে বলার অধিকার কারও নেই ৷" গত বছরে রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় গণ্ডগোল হয়েছিল ৷ এবছর কি তেমনটা হবে ? এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশের দায়িত্ব বলে জানিয়ে দেন ৷

দিলীপ ঘোষ আরও বলেন, "রামনবমীর উৎসব সারা দেশে পালন করা হচ্ছে ৷ রাম সকলের হৃদয়ে রয়েছেন ৷ এই রাজ্যেও বিভিন্ন স্থানে রাম নবমীর উৎসব পালন করা হচ্ছে ৷" এদিন পুজো দেওয়া নিয়ে দিলীপ ঘোষ টুইট করেন, "আজ হাওড়ার রামরাজাতলায় 300 বছরের প্রাচীন রাম মন্দিরে পুজো দিলাম ৷ রাম রাজাতলা নামটিও শ্রীরামচন্দ্রের নাম থেকেই দেওয়া হয়েছে ৷ প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ মানুষ ভোর থেকে লাইন দেয় পুজো দেওয়া জন্য ৷ দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন ৷" আজ রাম নবমীতে হাওড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে একধিক মিছিল বের হয় ৷ শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে ৷ গতবছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ইট বৃষ্টি ও মিছিলে অংশগ্রহণকারীদের মারধরের অভিযোগ উঠেছিল ৷

  • 1.1 I performed puja today at the 300 year old traditional Ram Mandir of Ram Rajatala in Howrah. The name Rama Rajatala is also derived from the name of Sri Ramachandra. Every year, lakhs of people line up from dawn to worship on this day. Devotees come from far and wide. pic.twitter.com/3hiJRT65RS

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'আরে ও নন্দলাল', মমতার হিন্দি ভিডিয়ো টুইট করে কটাক্ষ শুভেন্দুর

Last Updated : Mar 30, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.