ETV Bharat / state

JP Nadda Slams TMC: পশ্চিমবঙ্গের মাটি থেকে অসুর শক্তির বিনাশ হোক, তৃণমূলকে নাম না করে কটাক্ষ নাড্ডার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 3:55 PM IST

পুজো দেখতে এসে রাজ্যের শাসকদলকে নাম না করে কটাক্ষ করলেন বাংলার জামাই জেপি নাড্ডা ৷ তৃণমূলকে অসুর শক্তির সঙ্গে তুলনা করলেন তিনি ৷ রাজ্য থেকে অসুর শক্তির বিনাশের জন্য প্রার্থনা করতে শোনা গেল তাঁকে ৷

BJP president JP Nadda
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

রাজ্যে এসে তৃণমূলকে নাম না করে কটাক্ষ নাড্ডার

হাওড়া, 21 অক্টোবর: হাওড়ার পুজো মণ্ডপ থেকে নাম না করে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গের মাটি থেকে অসুর শক্তির বিনাশ হোক, শুভ শক্তি শক্তিশালী হোক ৷" দুর্গাপুজো দেখতে সপ্তমীর সকালে কলকাতায় এসেছেন বাংলার এই জামাই ৷ শনিবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখান থেকে এ দিন হাওড়াতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ বেলিলিয়াস রোডের জুগনু আসোসিয়েশনের মহাসপ্তমীর পুজোতে অংশ নেন তিনি ৷ এখান থেকে নাম না করে রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।

তাঁর কথায়, "বাংলার ক্রান্তিকারী মাটিতে মহাসপ্তমীর দিনে দুর্গাপুজাতে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি । মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গের মাটিতে যেসকল অসুর শক্তি রয়েছে তাদের বিনাশ হোক, আর যারা শুভ শক্তি তারা শক্তিশালী হোক । তাতে সমাজের মঙ্গল হবে এবং সবার সাথ ও সকলের বিকাশ সম্ভব হয় ।"

তিনি জানান, পশ্চিমবঙ্গ আজকে যা ভাবে গোটা দেশ পরে তাই ভাবে ৷ এই সাংস্কৃতিক কেন্দ্রে যেসকল ঋষি, মুণি, সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছিলেন, তারা সারা দেশকে নতুন দৃষ্টি দিয়েছিলেন । তাই তিনি মা দুর্গার থেকে কামনা করছেন যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তাদেরকে মা সুবুদ্ধি দিক । আর যে শুভ শক্তিগুলো আছে তাদেরকে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের কল্যাণ হোক । পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সকলের কল্যাণ হোক মায়ের কাছ থেকে এটাই চান তিনি । এর সঙ্গেই রাজ্যের অগ্রগতি হোক ।

আরও পড়ুন: মহাসপ্তমীতে দুর্গাপুজো দেখতে কলকাতায় ‘বাংলার জামাই’ নাড্ডা

গত বছর ইউনেসকো বাংলার দুর্গাপুজাকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ'-এর স্বীকৃতি দিয়েছে ৷ সেই প্রসঙ্গেও জেপি নাড্ডা বলেন, "সারা দেশ জুড়ে কোটি কোটি মানুষ মা দুর্গার আরাধনা করেন ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গ অতি অগ্রগণ্য হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.