শ্রীরামপুর, 21 জুলাই: বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার শ্রীরামপুরে । 144 ধারার ব্যারিকেট ভেঙে ঢুকে পড়ল বিজেপি কর্মী-সমর্থকরা । রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-হাতাহাতি শুরু হয় বিজেপি মহিলা কর্মী-সমর্থকদের সঙ্গে । এতেই শ্রীরামপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে । বিজেপি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ পুরুষ পুলিশকর্মীর বিরুদ্ধে ।
শ্রীরামপুর ছাড়াও হুগলির 18টি ব্লকে কর্মসূচি পালন করে বিজেপি । পদ্মশিবিরের অভিযোগ, বিডিওকে ডেপুটেশনে দিতে গিয়ে আটকাচ্ছে পুলিশ । তৃণমূলের দাবি, বিজেপিকে পঞ্চায়েতে মানুষ প্রত্যাখ্যান করার পরও অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন, একুশে জুলাই সারা রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিডিও ঘেরাও কর্মসূচি করা হবে । সেই কর্মসূচিকেই সফল করতে শুক্রবার শ্রীরামপুর উত্তরপাড়া বিডিও অফিস ঘেরাও করে বিজেপি কর্মীরা ।
বিডিও অফিসের 100 মিটার আগেই পুলিশ বিজেপির মিছিল আটকে দেয় । ব্যারিকেট ভেঙে বিজেপি কর্মীরা এগোতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । উত্তেজনা ছড়ায় এলাকায় । এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ । বিজেপির মহিলা কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল ৷ সেই সময় সিভিকরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় । মহিলাদেরকে হেনস্তা করা হয় । বেশ কয়েকজনকে আটক করার প্রতিবাদে কর্মীরা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছি ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর
কর্মীরা বলেন, "যতক্ষণ না তাঁদের ছাড়া হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব । বাংলার পুলিশ আমাদের উপর অত্যাচার করেছে । বিডিও আর পুলিশ মিলে ভোট লুট করেছে । যেখানে ভোট বয়কট করা হয়েছে সেখানে 95 শতাংশ ভোট হয়েছে । দালাল পুলিশ ও বিডিও মিলে কাজ করেছে ।" বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রহসন করেছে । আর যেভাবে প্রশাসনিক আধিকারিকরা সঙ্গ দিয়েছে তার জন্যই আজ বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি করা । বিভিন্ন ব্লক থেকে কর্মী-সমর্থকরা এসে এই বিক্ষোভ দেখিয়েছে । আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাঁধার দেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় । মহিলাদের হেনস্থা করা হয় । আমাদের কয়েকজনকে আটক করা হয়েছে ।আমরা চাই আগামী দিনে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হোক । তাই জন্য আমাদের আন্দোলন ।’’
আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের পরিণাম মারাত্মক, হুঁশিয়ারি শুভেন্দুর
তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘‘সারা বাংলার মানুষ জানে তৃণমূল গুণ্ডার দল । বিডিওর কাছে ডেপুটেশন দিতে গিয়ে অশান্তি করছে । শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর যে রূপ বিজেপি দেখাচ্ছে, তাতে প্রমাণিত এই দল দাঙ্গাবাজ দল । পশ্চিমবঙ্গের মাটিকে উত্তপ্ত করার চেষ্টা করছে তারা ।’’