ETV Bharat / state

সচেতনতা থেকে খাদ্য বিলি, লকডাউনে কর্মহীনদের পাশে বৃহন্নলা সমাজ

author img

By

Published : Apr 5, 2020, 4:46 PM IST

লকডাউনে কর্মহীনদের পাশে বৃহন্নলা সমাজ
লকডাউনে কর্মহীনদের পাশে বৃহন্নলা সমাজ

বাড়ি বাড়ি গিয়ে সচেতন থাকতে অনুরোধ করলেন ৷ সঙ্গে দুস্থ, কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন চুঁচুড়ার বৃহন্নলা সমাজ ৷

চুঁচুড়া, 5 এপ্রিল : তাঁদের চেয়ে চিনতেই দিন কাটে ৷ তাঁরা সমাজের ব্রাত্য ৷ ট্রেনে, বাসে, রাস্তায় তাঁদের দেখে মুখ ফেরায় মানুষ ৷ তাঁরা লকডাউনে দুস্থ, কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন ৷ সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে চুঁচুড়ার খাগড়াজোলের বৃহন্নলা সমিতি ৷

আজ সমিতির সদস্যরা প্রায় হাজার মানুষকে চাল, ডাল, আলু দেওয়ার ব্যবস্থা করেছেন ৷ ব্যান্ডেলের মানসপুর বস্তি এলাকায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বৃহন্নলা সমাজ ৷ ব্যান্ডেল, চুঁচুড়া-সহ বেশ কয়েকটি জায়গায় অনাহারে থাকা দিনমজুরদের খাদ্যসামগ্রী বিলি করছেন তাঁরা ৷ শুধু আজ নয়, আগামীদিনেও তাঁদের পাশে থাকবে বলে জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে ৷

লকডাউনে কর্মহীনদের পাশে বৃহন্নলা সমাজ
বাড়ি বাড়ি গিয়ে কোরোনা সচেতনতা প্রচারে বৃহন্নলা সমাজ

সমিতির এক সদস্য বলেন, "আমরা লোকের কাছে চেয়ে খাই ৷ মানসপুরের বস্তির মানুষ আমাদের বাবা, মা, ভাই, বোনের মতো ৷ আমরা চাই তাঁদের পাশে থাকতে ৷" শুধু খাদ্যসামগ্রী দানই নয়, বাড়ি বাড়ি গিয়ে সকলকে সচেতন করতে প্রচারও করেন তাঁরা ৷ বৃহন্নলা সমাজের আবুল হোসেন ইকবাল বলেন, "এখন দিনমজুর মানুষের যে পরিস্থিতি হয়েছে, অর্ধেক সময় তাঁরা খেতে পাচ্ছেন না ৷ আমাদের যতটা সামর্থ্য হয়েছে, আমরা সাহায্য করেছি ৷ আগামী দিনেও গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করব ৷ আপাতত চুঁচুড়া, ব্যান্ডেল-সহ কয়েকটি জায়গায় দুস্থদের দু'কিলো চাল, এক কিলো আলু, 500 গ্রাম ডাল দিয়েছি ৷ সেই সঙ্গে সবার কাছে অনুরোধ, সতর্ক থাকুন সাবধানতা অবলম্বন করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.