ETV Bharat / state

মিছিলের নামে মমতার হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া উচিত আদালতের, দাবি সুকান্তর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 5:00 PM IST

Updated : Jan 17, 2024, 5:42 PM IST

Sukanta Majumdar: মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিল নিয়ে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, ওই মিছিল করে হিংসায় উস্কানি দিতে চাইছেন মমতা ৷ আদালতের উচিত সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
মিছিলের নামে মমতার হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া উচিত আদালতের, দাবি সুকান্তর

ধনেখালি, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি ‘সম্প্রীতি মিছিল’ করে হিংসায় উস্কানি দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই মনে করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাই তিনি মনে করেন, আদালতের উচিত হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনাকে ভেস্তে দেওয়া ৷

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ সেদিনই পশ্চিমবঙ্গে ‘সম্প্রীতি মিছিল’-এর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিলের জেরে রাজ্যে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এমন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই পদক্ষেপকে অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করেন সুকান্ত মজুমদার ৷

বুধবার হুগলির ধনেখালিতে বিজেপির রাজ্য চিকিৎসক সেলের কো-কনভেনার ড. অরূপকুমার দাস বাড়িতে আসেন সুকান্ত মজুমদার । সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘22 জানুয়ারি আপনারা জানেন যে রামমন্দিরের উদ্বোধন হচ্ছে৷ হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে সেদিন মন্দিরে মন্দিরে পুজো করবে ৷ ভগবান রামের আরধানা করবে এবং যে দেবতার মন্দির, তাঁর আরাধনা করবে ৷’’ তাঁর আশঙ্কা, সেই পরিস্থিতিতে এই মিছিলের ডাক দিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন ৷ সেই কারণে তিনি মনে করেন, ‘‘এই হিংসা ছড়ানোর পরিকল্পনা আদালতের উচিত ভেস্তে দেওয়া ৷’’

অন্যদিকে এ দিন তিনি শেখ শাহজাহান প্রসঙ্গেও মুখ খুলেছেন ৷ সুকান্তর মতে, শেখ শাহজাহানকে ধরতে না পারা নিয়ে পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় এই নাটক করছে ৷ তিনি বলেন, ‘‘ধরতে পারছে না বলাটা ঠিক নয় ৷ সত্যের অপলাপ হচ্ছে ৷ বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না ৷ বলা সম্ভবও নয় ৷ পুলিশ জানে তো কোথায় লুকিয়ে আছে ৷ দরাদরি চলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ৷ তবে এটা ঠিক একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে, অত সহজে ছাড় পাবে না ৷’’

একই সঙ্গে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, ‘‘শেখ শাহজাহান যদি মনে করে যা ইচ্ছে তাই করব ৷ বেঁচে যাব ৷ অত সহজ নয় ৷ বাঁচবে না কড়ায় গণ্ডায় সবকিছুর হিসেব হবে ৷’’

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি মমতার 'সম্প্রীতি মিছিল' আটকাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
  2. 'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর
  3. হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল, দাবি অমিত মালব্যর

মিছিলের নামে মমতার হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া উচিত আদালতের, দাবি সুকান্তর

ধনেখালি, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি ‘সম্প্রীতি মিছিল’ করে হিংসায় উস্কানি দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই মনে করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাই তিনি মনে করেন, আদালতের উচিত হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনাকে ভেস্তে দেওয়া ৷

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ সেদিনই পশ্চিমবঙ্গে ‘সম্প্রীতি মিছিল’-এর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিলের জেরে রাজ্যে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এমন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই পদক্ষেপকে অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করেন সুকান্ত মজুমদার ৷

বুধবার হুগলির ধনেখালিতে বিজেপির রাজ্য চিকিৎসক সেলের কো-কনভেনার ড. অরূপকুমার দাস বাড়িতে আসেন সুকান্ত মজুমদার । সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘22 জানুয়ারি আপনারা জানেন যে রামমন্দিরের উদ্বোধন হচ্ছে৷ হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে সেদিন মন্দিরে মন্দিরে পুজো করবে ৷ ভগবান রামের আরধানা করবে এবং যে দেবতার মন্দির, তাঁর আরাধনা করবে ৷’’ তাঁর আশঙ্কা, সেই পরিস্থিতিতে এই মিছিলের ডাক দিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন ৷ সেই কারণে তিনি মনে করেন, ‘‘এই হিংসা ছড়ানোর পরিকল্পনা আদালতের উচিত ভেস্তে দেওয়া ৷’’

অন্যদিকে এ দিন তিনি শেখ শাহজাহান প্রসঙ্গেও মুখ খুলেছেন ৷ সুকান্তর মতে, শেখ শাহজাহানকে ধরতে না পারা নিয়ে পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় এই নাটক করছে ৷ তিনি বলেন, ‘‘ধরতে পারছে না বলাটা ঠিক নয় ৷ সত্যের অপলাপ হচ্ছে ৷ বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না ৷ বলা সম্ভবও নয় ৷ পুলিশ জানে তো কোথায় লুকিয়ে আছে ৷ দরাদরি চলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ৷ তবে এটা ঠিক একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে, অত সহজে ছাড় পাবে না ৷’’

একই সঙ্গে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, ‘‘শেখ শাহজাহান যদি মনে করে যা ইচ্ছে তাই করব ৷ বেঁচে যাব ৷ অত সহজ নয় ৷ বাঁচবে না কড়ায় গণ্ডায় সবকিছুর হিসেব হবে ৷’’

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি মমতার 'সম্প্রীতি মিছিল' আটকাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
  2. 'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর
  3. হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল, দাবি অমিত মালব্যর
Last Updated : Jan 17, 2024, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.