ETV Bharat / state

Tribeni Kumbh Mela: 703 বছর পর ত্রিবেণীতে কুম্ভমেলা, সেজে উঠছে মুক্তবেণী

author img

By

Published : Jan 7, 2023, 10:00 PM IST

Updated : Jan 7, 2023, 10:10 PM IST

ত্রিবেণীতে হবে কুম্ভমেলা । 703 বছর পর এই মেলার আয়োজন হচ্ছে । ত্রিবেণী উন্নয়ন পরিষদ বলে কমিটি করা হয়েছে । ইতিহাসের গন্ধ গায়ে মাখতে সাজো সাজো রব দক্ষিণ প্রয়াগে (Kumbh Mela will be celebrated in Tribeni) ।

Etv Bharat
Etv Bharat

ত্রিবেণীতে হবে কুম্ভমেলা

ত্রিবেণী, 7 জানুয়ারি: 703 বছর পর আবার কুম্ভমেলার আয়োজন বাঁশবেরিয়ার ত্রিবেণীতে (Kumbh Mela in Tribeni)। মহানির্মাণী আখড়ার সাধুসন্ত-সহ কয়েক লক্ষ মানুষের আগমন ঘটবে এখানে । বহু আগে পৌষ সংক্রান্তিতে গঙ্গা সাগরমেলার পর মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন হত ।

রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ব গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় । ইতিহাসের বিভিন্ন দলিল থেকে জানা যায়, সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল । জানা যায়, উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে । দক্ষিণে প্রয়াগ রয়েছে এই ত্রিবেণীতে । বিভিন্ন সাধু-সন্তর কথায়, এটাই কুম্ভের উপযুক্ত স্থান । মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য, সাধারণ বাংলা সাহিত্যেও এর উল্লেখ রয়েছে । কিন্ত সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল কালের গর্ভে ।

কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে বহু মানুষ আসেন এই ত্রিবেণীঘাটে । বিভিন্ন গবেষণায় জানা যায় এই কুম্ভস্নান ও মেলার কথা । বাংলা সাহিত্য ও কাব্যের মধ্যে তো এর উল্লেখ আছেই । 1979 সালে এক বিদেশিনী এলান মরিনিসের (Alan Morinis) অক্সফোর্ডে জমা দেওয়া এক তথ্য থেকে এই কুম্ভের কথা জানা যায় । এছাড়াও আমাদের সাধু-সন্তদের থেকে বেশ কিছু বিষয় জানার পর গত বছর থেকে এই কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে ।

Tribeni Kumbh Mela
এলান মরিনিসের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণাপত্র

এবছর কুম্ভস্নানে কয়েকশো নাগা সাধু ও সনাতন ধর্মের বিভিন্ন আখড়া থেকে সন্তরা হাজির হবেন । 12 ফ্রেব্রুরারি থেকে 14 ফ্রেব্রুরারি পর্যন্ত এই কুম্ভের আয়োজন করা হবে । 13 ফ্রেব্রুরারি হবে কুম্ভস্নান । এর জন্য তৈরি হয়েছে কমিটি । তারমধ্যে সাধুরা যেমন আছেন, তেমনই রয়েছেন বাঁশবেরিয়া পৌরসভার চেয়ারম্যান । জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এই মেলার সঙ্গে যুক্ত হবে । ত্রিবেণী শিবপুর মাঠে বিশাল যজ্ঞের আয়োজন করা হবে । স্তোত্ৰ পাঠ থেকে শুরু করে গঙ্গা আরতি, সমস্ত বন্দোবস্ত করা হবে । গত বছর এর সূচনা হলেও এবছর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হবে । সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Tribeni Kumbh Mela
কুম্ভমেলার আয়োজন ত্রিবেণীতে

আরও পড়ুন: কুম্ভ মেলা কেন্দ্রীয় সাহায্য পায়, গঙ্গাসাগর পায় না; ক্ষোভ মমতার

ইতিহাসবিদ অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "ত্রিবেণী কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা যোগ ছিল । তৎকালীন সাধু-সন্তরা, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর পদব্রজে ত্রিবেণীতে আসত । মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তির দিন তাঁরা এখানে স্নান করত । এই দিনটাকেই অনুকূম্ভ হিসেবে ধরা হত ত্রিবেনীতে । সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল । পরবর্তীকালে মুসলিম আক্রমণের ফলে এখানকার মন্দির এবং তীর্থস্থান নষ্ট হয়ে যায় । পন্ডিতরা এখান থেকে চলে যান । ত্রিবেণী যেহেতু গঙ্গার মুক্তবেণী, সেই কারণে এই জায়গাটার আলাদা গুরুত্ব ছিল । সেই কারণেই বিভিন্ন সংক্রান্তি-সহ হিন্দু ধর্মের নানা আচার-আচরণের জন্য স্নান করতে আসতেন বহু মানুষ । তবে এরমধ্যে বিষুব সংক্রান্তি স্নানকেই আমরা গ্রহণ করেছি । গত বছর কিছু সাধু-সন্ত এই ইতিহাসটাকে অনুসন্ধান করে এখানে আসেন । এখানে কুম্ভ স্নান হয় । এবছর আবারও মহানির্মাণী আখড়ার প্রধান অনুমোদন দিয়েছেন । কিছুদিন আগে ভূমিপুজোতে নাগা সন্ন্যাসীরা এসেছিলেন । সপ্তঋষি ঘাটে তাঁরা স্নান করেন । এই ঘাটটির আলাদা একটা তাৎপর্য রয়েছে । কাগজের ইতিহাস বলতে যেটা পাওয়া যায়, এলান মরিনিসের অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র । সেখানে তিনি ত্রিবেণীতে কুম্ভ মেলার উল্লেখ করেছেন ।"

বাঁশবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, "গতবছর পরিকল্পনা না-থাকায় সেভাবে করা যায়নি । ত্রিবেণী উন্নয়ন পরিষদ বলে কমিটি করা হয়েছে । রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি । কিছু কাজ এখনও বাকি আছে । ধর্মীয় স্থানে ও মাঠে সাধুদের রাখা হয়েছিল । এ বছর ত্রিবেণী, মগরা, হুগলিঘাট, ব্যাণ্ডেলের প্রশাসনকে নজরদারি করতে হবে । মূল স্নানের জন্য সকলের কাছে সাহায্য চেয়েছি । পবিত্র স্নান বলে মহামন্ডলেশ্বর ও সাধুরা এটা করবেন । সপ্তঋষি ঘাট-সহ অন্যান্য ঘাটে স্নান হবে । নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে ।"

Last Updated : Jan 7, 2023, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.