ETV Bharat / state

Nitin Gadkari Falls Sick: শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

author img

By

Published : Nov 17, 2022, 1:48 PM IST

Updated : Nov 17, 2022, 3:59 PM IST

শিলিগুড়ির দাগাপুরে বৃহস্পতিবার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ৷ সেখানে এসে অসুস্থ হয়ে পড়লেন তিনি (Nitin Gadkari Falls Sick in Siliguri) ৷

Nitin Gadkari
শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

শিলিগুড়ি, 17 নভেম্বর: শিলিগুড়ির দাগাপুরে বৃহস্পতিবার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ৷ সেখানে এসে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷ তাঁকে দেখার জন্য অনুষ্ঠান মঞ্চের পাশে তৈরি হয়েছে গ্রিন রুম ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর সুগার ফল করেছে (Nitin Gadkari Falls Sick in Siliguri) ৷

তাঁর চিকিৎসার জন্য অনুষ্ঠান মঞ্চের পাশে তৈরি হয়েছে গ্রিন রুম ৷ গ্রিন করিডোর করে তাঁর জন্য নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসক ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর সুগার ফল করেছে, প্রেসার লো ৷ ইসিজি করা হয়েছে, দেওয়া হয়েছে স্যালাইনও ৷ কেন্দ্রীয় মন্ত্রী চিকিৎসার জন্য এসেছেন ডেপুটি সিএমওএইচ 3, সঙ্গে রয়েছেন আরও এক চিকিৎসক, পিজি ভুটিয়া ৷ প্রাথমিক চিকিৎসার পর নীতিন গডকরিকে নিয়ে যাওয়া হয়েছে একটি হোটেলে ৷ সেখানেই আপাতত বিশ্রাম নেবেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ৷ খোঁজ নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন গিয়েছে শিলিগুড়ির মুখ্য কমিশনার অখিলেশ চতুর্বেদীর কাছে ৷ ফোন পাওয়ার পর তিনি নীতিন গডকরির সঙ্গে দেখা করেন ও খোঁজখবর নেন ৷ অন্যদিকে রাজু বিস্তা জানিয়েছেন, চিন্তা করার কোনও কারণ নেই ৷ তাঁর কোনও শরীর খারাপ হয়নি ৷ জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তায় থাকার কারণে খাওয়ার আগে তাঁর সুগার চেক করতে হয় ৷ কিন্তু এদিন তা সম্ভব হয়নি, আচমকা একটি বৈঠক চলে আসায় ৷

আরও পড়ুন: হাজার কোটির প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী

এখন তাঁর সুগার নর্মাল রয়েছে ৷ তিনি এখন যে হোটেলে রয়েছেন সেখান থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন ৷ বৃহস্পতিবারের পরবর্তী যে ডালখোলার অনুষ্ঠান ছিল তা বাতিল করা হয়েছে ৷ তবে পরবর্তী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ চিকিৎসক পিজি ভুটিয়া জানিয়েছেন, গরমের কারণে হয়তো শরীর খারাপ হয়েছিল ৷ ইসিজি, সুগার, ব্লাড প্রেসার টেস্ট করা হয়েছে ৷ আমি ওনাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছি ৷ আলাদা করে অন্য কোনও ওষুধ দিইনি ৷ ওনার যা ওষুধ আছে তাই চলবে ৷

Last Updated : Nov 17, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.