ETV Bharat / state

Recovered Ivory and Cow: এসএসবি ও বন বিভাগের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু

পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত ও গরু (Recovered Ivory and Cow)। এসএসবি ও বন বিভাগের দু'টি পৃথক অভিযানে মিলেছে এই সাফল্য ৷ ঘটনায় গ্রেফতার এক নাবালক-সহ চার।

Recovered Ivory and Cow
গ্রেফতার এক নাবালক সহ চার
author img

By

Published : Jan 20, 2023, 12:25 PM IST

উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু

দার্জিলিং, 20 জানুয়ারি: এসএসবি ও বন বিভাগের দু'টি পৃথক অভিযানে (SSB and Forest Department) পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আবার গরু পাচারের অভিযোগে এক নাবালককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

জানা গিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় নকশালবাড়ি ব্লকে। নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে 12টি গরু-সহ এসএসবির হাতে ধরা পরে এক নাবালক। বৃহস্পতিবার মাঝরাতে নকশালবাড়ির লালিজোত এলাকা থেকে ছ'টি গরু আটক করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বাকি ছ'টি গোরু আটক করেন 8 নম্বর ব্যাটালিয়নের বড় মণিরাম আউটপোস্টের জওয়ানরা। বড় মণিরাম আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুখবীর শিং জানান, তারাবাড়ি এলাকা থেকে ছ'টি গরু-সহ এক নাবালককে গরু পাচার করতে গিয়ে ধরা হয়। নাবালক কুমারসিংজোত এলাকার বাসিন্দা। গরু-সহ আটক নাবালককে নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালককে শুক্রবার দার্জিলিং জুভেনাইল আদালতে পাঠানো হবে। গরুগুলি তোতারাম জোত খোয়ারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চিতাবাঘের হামলায় মৃত্যু 4 শিশুর, বাঘকে 'বাগে' পেতে ভিনরাজ্যের শার্প শুটারকে সমন

তিনি আরও জানান, দ্বিতীয়টি হল খড়িবাড়ি ব্লকে। সেখানে বনবিভাগের সঙ্গে যৌথ অভিযান চালায় এসএসবি। লক্ষাধিক টাকার হাতির দাঁত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল, অসিত টোপ্পো, অনিল ওরাওঁ, পুনিলাল নাগেশিয়া। তারা শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলের বাসিন্দা। বৃহস্পতিবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় যৌথ অভিযান চালান এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়ন এবং কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। একটি চারচাকার পিক আপ গাড়িতে করে বিহারের দিকে যাচ্ছিল অভিযুক্তরা। সেই সময় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই দু'টি হাতির দাঁত উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। রেঞ্জার সোনম ভুটিয়া জানান, হাতির দাঁত দু'টি কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু

দার্জিলিং, 20 জানুয়ারি: এসএসবি ও বন বিভাগের দু'টি পৃথক অভিযানে (SSB and Forest Department) পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আবার গরু পাচারের অভিযোগে এক নাবালককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

জানা গিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় নকশালবাড়ি ব্লকে। নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে 12টি গরু-সহ এসএসবির হাতে ধরা পরে এক নাবালক। বৃহস্পতিবার মাঝরাতে নকশালবাড়ির লালিজোত এলাকা থেকে ছ'টি গরু আটক করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বাকি ছ'টি গোরু আটক করেন 8 নম্বর ব্যাটালিয়নের বড় মণিরাম আউটপোস্টের জওয়ানরা। বড় মণিরাম আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুখবীর শিং জানান, তারাবাড়ি এলাকা থেকে ছ'টি গরু-সহ এক নাবালককে গরু পাচার করতে গিয়ে ধরা হয়। নাবালক কুমারসিংজোত এলাকার বাসিন্দা। গরু-সহ আটক নাবালককে নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালককে শুক্রবার দার্জিলিং জুভেনাইল আদালতে পাঠানো হবে। গরুগুলি তোতারাম জোত খোয়ারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চিতাবাঘের হামলায় মৃত্যু 4 শিশুর, বাঘকে 'বাগে' পেতে ভিনরাজ্যের শার্প শুটারকে সমন

তিনি আরও জানান, দ্বিতীয়টি হল খড়িবাড়ি ব্লকে। সেখানে বনবিভাগের সঙ্গে যৌথ অভিযান চালায় এসএসবি। লক্ষাধিক টাকার হাতির দাঁত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল, অসিত টোপ্পো, অনিল ওরাওঁ, পুনিলাল নাগেশিয়া। তারা শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলের বাসিন্দা। বৃহস্পতিবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় যৌথ অভিযান চালান এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়ন এবং কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। একটি চারচাকার পিক আপ গাড়িতে করে বিহারের দিকে যাচ্ছিল অভিযুক্তরা। সেই সময় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই দু'টি হাতির দাঁত উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। রেঞ্জার সোনম ভুটিয়া জানান, হাতির দাঁত দু'টি কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.