ETV Bharat / state

'মাস্তানি করলে নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল', সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর

Pradeep Majumdar controversial comment on Sandeshkhali: রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র উপর হামলার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার । প্রশাসনকে না জানিয়ে মাস্তানি করতে গেলে তদন্তকারী আধিকারিকদের নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল বলে মত রাজ্যের মন্ত্রীর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 6:01 PM IST

সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর

শিলিগুড়ি, 5 জানুয়ারি: সন্দেশখালিতে ইডি'র উপর হামলার ঘটনায় রাজ্যের হয়ে সাফাই দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ৷ তিনি বলেন, "রাজ্যে কোনও আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি ।" একধাপ এগিয়ে মন্ত্রী আরও বলেন, "মাঝরাতে মস্তানি করতে গেলে নিজেকে সুরক্ষিত রাখার দরকার ছিল । মানুষের আবেগ নিয়ে আমরা কিছু করি না ।"

শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ষষ্ঠ সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার । সেখানেই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র উপর হামলার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷

প্রসঙ্গত, উত্তর 24 পরগনার সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের কিনারা করতে অভিযান চালায় ইডি ৷ অনেক ডাকাডাকি করলেও, ভিতর থেকে কোনও উত্তর না মেলায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন ইডি আধিকারিকরা ৷ এরপরই তালা ভাঙাতে গেলে ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে শতাধিক মানুষ ৷ অভিযোগ, ভিড় থেকে মারমুখী হয়ে উত্তেজিত মানুষজন তেড়ে যায় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দিকে ৷ ফলে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা ৷ ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় সংস্থার গাড়িতে। অভিযোগ, দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন ইডি আধিকারিকরাও ৷

ওই বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা তাঁদের হাতে নয় । নিজেদের বলে তাঁরা গিয়েছিল । তাঁদের উচিত ছিল রাজ্যকে জানানোর । প্রশাসনকে জানানোর । রাত আড়াইটের সময় যাবেন মস্তানি কর‍তে । তাহলে নিজেদের তো সুরক্ষিত করতে হবে । তাঁরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে গিয়েছে এই আশঙ্কা তো থাকা উচিত ছিল । যাঁরা আইনশৃঙ্খলা রক্ষা করে তাঁদের না জানিয়ে চলে যায়, তাহলে আর কী হবে ।"

আরও পড়ুন

সন্দেশখালি কাণ্ডে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, তলব মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজিকে

বিচারপতির চেয়ার ছেড়ে রাজনীতিতে আসুন, সন্দেশখালি ইস্যুতে কুণালের নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর

শিলিগুড়ি, 5 জানুয়ারি: সন্দেশখালিতে ইডি'র উপর হামলার ঘটনায় রাজ্যের হয়ে সাফাই দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ৷ তিনি বলেন, "রাজ্যে কোনও আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি ।" একধাপ এগিয়ে মন্ত্রী আরও বলেন, "মাঝরাতে মস্তানি করতে গেলে নিজেকে সুরক্ষিত রাখার দরকার ছিল । মানুষের আবেগ নিয়ে আমরা কিছু করি না ।"

শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ষষ্ঠ সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার । সেখানেই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র উপর হামলার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷

প্রসঙ্গত, উত্তর 24 পরগনার সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের কিনারা করতে অভিযান চালায় ইডি ৷ অনেক ডাকাডাকি করলেও, ভিতর থেকে কোনও উত্তর না মেলায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন ইডি আধিকারিকরা ৷ এরপরই তালা ভাঙাতে গেলে ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে শতাধিক মানুষ ৷ অভিযোগ, ভিড় থেকে মারমুখী হয়ে উত্তেজিত মানুষজন তেড়ে যায় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দিকে ৷ ফলে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা ৷ ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় সংস্থার গাড়িতে। অভিযোগ, দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন ইডি আধিকারিকরাও ৷

ওই বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা তাঁদের হাতে নয় । নিজেদের বলে তাঁরা গিয়েছিল । তাঁদের উচিত ছিল রাজ্যকে জানানোর । প্রশাসনকে জানানোর । রাত আড়াইটের সময় যাবেন মস্তানি কর‍তে । তাহলে নিজেদের তো সুরক্ষিত করতে হবে । তাঁরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে গিয়েছে এই আশঙ্কা তো থাকা উচিত ছিল । যাঁরা আইনশৃঙ্খলা রক্ষা করে তাঁদের না জানিয়ে চলে যায়, তাহলে আর কী হবে ।"

আরও পড়ুন

সন্দেশখালি কাণ্ডে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, তলব মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজিকে

বিচারপতির চেয়ার ছেড়ে রাজনীতিতে আসুন, সন্দেশখালি ইস্যুতে কুণালের নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.