ETV Bharat / state

Mamata Banerjee: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

author img

By

Published : Oct 19, 2022, 3:11 PM IST

Updated : Oct 19, 2022, 6:15 PM IST

বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার ৷

Mamata Banerjee
Mamata Banerjee: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

শিলিগুড়ি, 19 অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) জন্যই রতন টাটা (Ratan Tata) কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এই অভিযোগ বারবার শোনা গিয়েছে সিপিএমের (CPIM) বহু নেতার মুখে ৷ কিন্তু বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে তিনি টাটাকে তাড়াননি ৷

এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল ৷ ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি দাবি করেন, ‘‘টাটাকে আমি তাড়াইনি ৷ সিপিএম তাড়িয়েছে ৷’’

এখানেই না থেমে সিপিএমের বিরুদ্ধে আরও একবার জোর করে সিঙ্গুরে জমি দখলের অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, ‘‘আপনারা জমি জোর করে দখল করেছেন ৷ অন্য জায়গায় তো জমি দিতে পারতেন ৷ জোর করে কেন জমি নেব ?’’

প্রসঙ্গত, সাড়ে তিন দশকের বাম জমানার পতনের অন্যতম কারণ হিসেবে মমতার সিঙ্গুর আন্দোলনকে উল্লেখ করা হয় ৷ সিঙ্গুরে টাটাদের কারখানার (Singur Tata Factory) জমি দিয়েছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ৷ সেই জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের আন্দোলন শুরু হয় ৷ পরে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা ৷ অনশনও করেছিলেন একাধিকবার ৷

এই নিয়ে সেই সময় থেকে এখনও পর্যন্ত সিপিএম মমতাকেই দোষারোপ করে ৷ মমতার জন্যই টাটাদের চলে যেতে হয়েছে বলেও বারবার অভিযোগ করা হয় ৷ কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়ে এদিন মমতা পালটা দাবি করলেন যে তিনি টাটাকে তাড়াননি ৷ সিপিএম তাড়িয়েছে ৷

টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে

এই প্রসঙ্গেই রাজ্যে শিল্প-বিনিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে এখন শিল্পবান্ধব পরিস্থিতি রয়েছে বলেই দাবি করেন তিনি ৷ একই সঙ্গে নাম না করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতার প্রসঙ্গ তোলেন তিনি ৷ বলেন, ‘‘আমি চাই ঢেলে কর্মসংস্থান ৷ কেউ কেউ চায় না কর্মসংস্থান ৷ বাধা দিচ্ছে ৷ আমরা কারও চাকরি খাব না কারও ৷ চাকরি দেব ৷’’

একই সঙ্গে মমতা রাজ্যবাসীকে মনে করিয়ে দিয়েছেন, ‘‘আপনারা আমাদের সময়ে ভালো আছেন ৷’’

আরও পড়ুন: বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated :Oct 19, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.