ETV Bharat / state

গঙ্গারামপুরে বাইক দুর্ঘটনায় মৃত 2, আহত 1

author img

By

Published : Jul 25, 2021, 4:22 PM IST

Updated : Jul 25, 2021, 9:51 PM IST

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই আরোহীর ৷ জখম হয়েছেন আরও একজন ৷ শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ৷

গঙ্গারামপুরে বাইক দুর্ঘটনায় মৃত দুই
গঙ্গারামপুরে বাইক দুর্ঘটনায় মৃত দুই

গঙ্গারামপুর, 25 জুলাই : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই আরোহীর ৷ জখম হয়েছেন আরও একজন ৷ শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে ৷ পুলিশ জানায়, মৃত দুই বাইক আরোহীর নাম শিবলাল মুর্মু (26), বচ্চন মুর্মু (25) ৷ তাঁদের বাড়ি মালদা জেলার গোপালপুর এলাকায় ৷ জখম যুবকের নাম রাজকুমার মিরদা (28) ।

গত রাতে 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের অধীন কালদিঘি এইচপি গ্যাস গোডাউনের সামনে 512 নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই লরি ও একটি মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে । গুরুতর জখম হন তিনজন ৷ তাঁদের রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসেন ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷ তৃতীয়জন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৷

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সরকার বলেন, "গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দু'জন মারা গিয়েছেন ৷ অন্যজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন । আমরা মৃতদেহ দু'টি উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷ ঘাতক গাড়িটি আটক করা হয়েছে ৷ চালক এবং খালাসি পলাতক । আমরা তদন্ত শুরু করেছি ।"

আরও পড়ুন : চিকিৎসা করাতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু রোগীর

Last Updated : Jul 25, 2021, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.