ETV Bharat / state

যশের দাপটে বানভাসি মৌসুনিতে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই

author img

By

Published : Jun 2, 2021, 1:45 PM IST

বানভাসি মৌসুনিতে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই
বানভাসি মৌসুনিতে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই

নামখানা ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপ । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটি কাটাতে ছুটে আসে মৌসুনি দ্বীপে । পর্যটকদের কথা মাথায় রেখে মৌসুনি দ্বীপে গড়ে উঠেছে বহু পর্যটন কেন্দ্র । যশের জেরে মৌসুনি দ্বীপের গ্রামবাসী-সহ ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন কেন্দ্রগুলিও ।

সাগর, 2 জুন : 26 শে মার্চ ওড়িশা ও বঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ । দক্ষিণ 24 পরগনায় ঝড় সেভাবে তাণ্ডব চালতে পারেনি ঠিকই ৷ তবে ঝড়কে সঙ্গীকরে ভরা কোটালের জেরে রুদ্র রূপ ধারণ করেছিল সাগর থেকে সুন্দরবনের নদীগুলি । কোটালের জোয়ারের জল প্লাবিত হয়েছিল একের পর এক গ্রাম । এখনও জলের তলায় মৌসুনি দ্বীপ ৷

নামখানা ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপ । কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটি কাটাতে ছুটে আসে মৌসুনি দ্বীপে । পর্যটকদের কথা মাথায় রেখে মৌসুনি দ্বীপে গড়ে উঠেছে বহু পর্যটন কেন্দ্র । যশের জেরে মৌসুনি দ্বীপের গ্রামবাসী-সহ ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন কেন্দ্রগুলিও । মৌসুনি দ্বীপ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । এক সপ্তাহ কেটে গেলেও যশের তাণ্ডবের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে মৌসুনি দ্বীপ । বহু বাড়ি এখনও জলের তলায় । গ্রামবাসীরা রাস্তার উপরে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন ৷

বানভাসি মৌসুনিতে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই

আরও পড়ুন : আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা নয়

প্রশাসনের উদ্যোগে বানভাসি মানুষদের ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে । মাথা গোঁজার শেষ সম্বল টুকু হারিয়ে এখন রাস্তার ওপরে ত্রিপল দিয়ে বসবাস করছেন কয়েকশো পরিবার । এক সপ্তাহ পর ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে মৌসুনি দ্বীপের বাসিন্দারা । মৌসুনি দ্বীপের পর্যটন ব্যবসা কার্যত মুখ থুবরে পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.