Fishermen Boat Capsizes উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ কাকদ্বীপের 18 মৎস্যজীবী

author img

By

Published : Aug 19, 2022, 1:02 PM IST

Updated : Aug 19, 2022, 2:43 PM IST

fisherman boat capsizes in Bay of Bengal fears death of several

উত্তাল সমুদ্রে উলটে গেল মৎস্যজীবীদের ট্রলার (Fishermen Boat Capsizes) ৷ সমুদ্র থেকে ফেরার পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে উলটে যায় ট্রলারটি ৷ দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবী (18 Fishermen Missing) ৷ চলছে উদ্ধারকাজ ৷

কাকদ্বীপ,19 অগস্ট: মাঝ-সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল মৎস্যজীবীদের একটি ট্রলার (Fishermen Boat Capsizes) ৷ সূত্রের দাবি, উত্তাল সমুদ্রে উলটে যায় এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি ৷ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে ৷ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই ট্রলারটিতে 18 জন মৎস্যজীবী ছিলেন ৷ আপাতত তাঁদের কারও সন্ধান মিলছে না (18 Fishermen Missing) ৷

মৎস্যজীবীদের সংগঠনের তরফ থেকে উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ 'কাকদ্বীপ ফিশারম্য়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে উপকূল রক্ষীবাহিনী (Coast Guard) ৷ ঘটনাস্থলে ট্রলার নিয়ে পৌঁছে গিয়েছেন অন্য মৎস্যজীবীরাও ৷

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজন জানিয়েছেন, গত 15 অগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিল ৷ সেই অনুসারে, 16 অগস্ট মাছ ধরার নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেন স্থানীয় মৎস্যজীবীরা ৷ তবে, গভীর সমুদ্রের যে অংশে তাঁরা মাছ ধরেন, সেখানে পৌঁছতে অন্তত 24 ঘণ্টা সময় লাগে ৷ এ দিকে, 17 অগস্ট আবার নতুন নির্দেশিকা আসে মৎস্যজীবীদের সংগঠনগুলির কাছে ৷ তাতে জানানো হয়, আবহাওয়ার পরিবর্তনের জেরে আবারও উত্তাল হবে সমুদ্র ৷ তাই নতুন করে ফের কয়েক দিনের জন্য সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

আরও পড়ুন: Boat Drawn in Teesta River : তিস্তায় ডুবল বাদাম বোঝাই নৌকা, নিখোঁজ 1

এই খবর পাওয়ামাত্রই রেডিয়ো বার্তার মাধ্যমে মৎস্যজীবীরে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়া হয় ৷ ফলে সমুদ্রে পাড়ি দেওয়ার পর একদিন কাটতে না কাটতেই ফিরতে শুরু করে ট্রলারগুলি ৷ কিছু ট্রলার মূল ভূ-খণ্ডে ফিরে আসে ৷ কয়েকটি আশ্রয় নেয় কেঁদো দ্বীপে ৷ সূত্রের দাবি, এফবি সত্যনারায়ণ নামক ট্রলারটি সমুদ্রে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল ৷ ফলে সেটির পক্ষে মূল ভূ-খণ্ডে ফিরে আসা সম্ভব ছিল না ৷ তাই কেঁদো দ্বীপেই নোঙর করার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা ৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই উলটে যায় ট্রলারটি ৷

ট্রলার উলটে দুর্ঘটনা ৷

এই খবর পাওয়ার পরই অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা, যাঁরা আগেই কেঁদো দ্বীপে পৌঁছে গিয়েছিলেন, তাঁরা দ্রুত ঘটনাস্থলে চলে যান ৷ সেদিকে রওনা হয়ে যান উপকূল রক্ষীবাহিনীর সদস্যরাও ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু, দুর্ঘটনার কবলে পড়া মৎস্যজীবীদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বা আদৌ কাউকে উদ্ধার করা গিয়েছে কি না, সেটা স্পষ্ট নয় ৷ ফলে উৎকণ্ঠা বাড়ছে মৎস্যজীবী মহলে ৷

Last Updated :Aug 19, 2022, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.