ETV Bharat / state

Canning Fish Farming: উৎকর্ষ বাংলার মাধ্যমে মাছ চাষে ঘুরে দাঁড়াতে চায় ক্যানিং

author img

By

Published : Apr 6, 2022, 8:17 AM IST

উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মাছ চাষে ঘুরে দাঁড়াতে চায় ক্যানিং (Fish farming under utkarsh bangla scheme in canning) ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু এলাকাকে মাছ চাষের জন্য় চিহ্নিত করা হয়েছে।

Canning Fish Farming
উৎকর্ষ বাংলার মাধ্যমে মাছ চাষে ঘুরে দাঁড়াতে চায় ক্যানিং

ক্যানিং, 6 এপ্রিল: মাছ চাষে সুফল ফেরাতে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হল ৷ আর তাই এই প্রকল্পের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার মাতলা নদী লাগোয়া ক্যানিংকে (Fish farming under utkarsh bangla scheme in canning)। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকাকে এই মাছ চাষের জন্য চিহ্নিতও করা হয়েছে ।

সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে । দক্ষিণ 24 পরগনায় এই মাছ চাষের অগ্রাধিকার দেওয়া হয়েছে । আর তার জন্য বেছে নেওয়া হল ক্যানিংয়ের ডাবু এলাকাকে । এদিন রাজ্য সরকারের প্রতিনিধিরা আসেন এই এলাকায় এবং মাছ চাষের কতটা সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখেন । প্রতিনিধি দলে জেলার অতিরিক্ত মৎস্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস ও অন্যান্য আধিকারিকরা । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু মাছ চাষের এলাকাকে এখানে চিহ্নিত করা হয়েছে । স্থানীয় বেকার যুবকদের মাছ চাষে উৎসাহিত করে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে । তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মিলবে সমস্ত সাহায্য। আগামী দিনে মাছ উৎপাদনে ভারতবর্ষকে এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য এই উৎকর্ষ বাংলা প্রকল্পের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার ।

উৎকর্ষ বাংলার মাধ্যমে মাছ চাষ

আরও পড়ুন : Baidyabati Affected Farmers : বৈদ্যবাটি লকগেট ভাঙায় জলমগ্ন কয়েক হাজার বিঘা জমি, ক্ষতিগ্রস্ত চাষিরা

এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত মৎস্য আধিকারিক সব্যসাচী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আগামী দিনে এই এলাকা থেকে বিদেশে মাছ পাঠানোই আমাদের লক্ষ্য। শুধু তাই নয়, মাছ উৎপাদনেও যাতে আমরা প্রথম স্থান অধিকার করতে পারি সেদিকেও নজর রাখা হচ্ছে। এখানে বেশ বড় বড় পুকুর ও জলাশয় আছে যেগুলো মাছ উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সহযোগী হবে।" উৎকর্ষ বাংলার মাধ্যমে সারা রাজ্য জুড়ে বিভিন্ন কুটির শিল্প ও মৎস্যচাষ পশুপালন-সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। যেহেতু সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনা মাছ চাষের উপযোগী তাই এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে মাছ চাষের উৎকর্ষ বাংলা হিসাবে। ইতিমধ্যেই 20 জন যুবককে প্রশিক্ষণও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.