ETV Bharat / state

কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সভাতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ জেলা নেতৃত্বের

author img

By

Published : Jan 7, 2021, 7:06 PM IST

গতকাল তৃণমূলের একাধিক ব্লক ও বিভিন্ন অঞ্চল কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেছিলেন পার্থপ্রতীম রায় । আর তারপরই বিভিন্ন ব্লকের মধ্যে ক্ষোভপ্রকাশ করতে শুরু করে দেন কর্মকর্তারা ।

asd
asd

কোচবিহার, 7 জানুয়ারি : ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । গতকালই দলের ব্লক ও অঞ্চল কমিটির নাম ঘোষণা করেছিলেন জেলা সভাপতি পার্থপ্রতীম রায় । যদিও তাঁর তৈরি করে দেওয়া কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জেলা নেতৃত্ব । এমনকী, প্রয়োজনে জেলা সভাপতিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে দলের তরফে ।

গতকাল তৃণমূলের একাধিক ব্লক ও বিভিন্ন অঞ্চল কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেছিলেন পার্থপ্রতীম রায় । আর তারপরই বিভিন্ন ব্লকের মধ্যে ক্ষোভপ্রকাশ করতে শুরু করে দেন কর্মকর্তারা । জেলা সভাপতির বিরুদ্ধে আজ ক্ষোভ উগরে দেন কোচবিহার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক খোকন মিয়াঁ । জেলা সভাপতিকে 'বাচ্চা ছেলে' বলেও কটাক্ষ করেন তিনি ।

বলেন, "উনি যেভাবে কমিটি ঘোষণা করছেন তা ঠিক হচ্ছে না । রাজনৈতিক অনভিজ্ঞ লোক দিয়ে রাজনৈতিক দল চলে না । যিনি কোচবিহারের দায়িত্বে রয়েছে তা থেকে তাঁর সরে যাওয়া উচিত । উনি বাচ্চা ছেলে । কারও সঙ্গে আলোচনা না করেই উনি কমিটি ঘোষণা করেছেন । বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে । ভবিষ্যতে সেই বিদ্রোহ হয়তো আর আমরা আটকাতে পারবা না । দলকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা ওঁকে গলাধাক্কা দিয়ে বের করে দেব ।"

সভাতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ জেলা নেতৃত্বের

এদিকে জেলা সভাপতির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও । তাঁর মতে, ভোটের আগে এইসব কাজ না করে সবার সঙ্গে কথা বলে তবেই কমিটি তৈরি করা উচিত ছিল । পাশাপাশি, জেলা সভাপতির "অভিজ্ঞতার অভাব" রয়েছে বলেও মনে করেন তিনি । বলেন, "সামনেই বিধানসভা নির্বাচন । কাজেই এই কমিটি ঘোষণা করার আগে সবার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল । তাহলে কারও সঙ্গে ভুল বোঝাবুঝির কোনও বিষয় থাকত না । এই ধরনের কমিটি তৈরি করার আগে সবার সঙ্গে কথা বলে নিলে ভালো হত । বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কথা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.