ETV Bharat / state

Sitalkuchi Firing: ফের অশান্ত শীতলকুচি, ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

author img

By

Published : May 12, 2022, 1:05 PM IST

বুধবার রাত 11টা নাগাদ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় প্রনয় দেবনাথ নামের ওই ব্যবসায়ী মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন (Sitalkuchi Firing) ৷

Sitalkuchi News
ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

কোচবিহার, 12 মে : বিধানসভা ভোটের চতুর্থ দফায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন ৷ যা নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি ৷ এর রেশ চলেছে গত একবছর ধরে ৷ একবছর পরে ফের অশান্ত শীতলকুচি ৷ গোসাইরহাট বাজার এলাকায় বুধবার রাত 11টা নাগাদ এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (Sitalkuchi Firing) ৷

ওই বাজার এলাকার একটি মুদির দোকানের মালিকের কাছ থেকে তোলা চায় অপরিচিত কয়েকজন যুবক ৷ প্রণয় দেবনাথ নামের ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷

আরও পড়ুন : শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন এসপি’র বয়ানে অসঙ্গতি, ধন্দে সিআইডি

গুলি চলার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

শীতলকুচিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.