ETV Bharat / state

তিন জেলায় ভোট উত্তাপের আবহে কোচবিহারে মোদির সভা

author img

By

Published : Apr 6, 2021, 7:14 AM IST

মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার রাসমেলার মাঠে সভা করবেন নরেন্দ্র মোদি ।

today-narendra-modi-will-addressing-a-meeting-in-coochbehar
today-narendra-modi-will-addressing-a-meeting-in-coochbehar

কোচবিহার, 6 এপ্রিল : আজ বিধানসভা নির্বাচনের প্রচারে কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার রাসমেলার মাঠে সভা করবেন তিনি জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে । গতকাল থেকেই মোদির সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে কোচবিহারের বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ।

আগামী 10 এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট ৷ চতুর্থ দফায় ভোট হবে কোচবিহার জেলায় । তার আগে চড়ছে পারদ ৷ ইতিমধ্যে তৃণমূলের প্রচারে জেলায় সভা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির হয়ে করে গেছেন মিঠুন চক্রবর্তী ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও সভা করে গিয়েছেন কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । এরপর আজ মঙ্গলবার রাসমেলার মাঠে হাই ভোল্টেজ় সভা ৷ যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর আগে 2019-এর লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে কোচবিহারে এসেছিলেন মোদি ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটে রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, সকাল 11টায় নরেন্দ্র মোদির সভা রয়েছে । গতকাল থেকেই সেই সভার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.