ETV Bharat / state

তৃণমূল নেতাদের জন্য 'ঘুম পাড়ানি' ওষুধের নিদান BJP-র বীরভূম জেলা সভাপতির

author img

By

Published : Jan 25, 2020, 6:40 PM IST

প্তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শ্যামাপদবাবু বলেন, "সাঁইথিয়ায় কয়েকজন তৃণমূল নেতা আছে৷ এই তিন-চারজন নেতা যদি এখানে গুন্ডামি করে, ঘর-বাড়ি ভাঙে, আমাদের কর্মকর্তাদের গায়ে হাত দেয়, তাহলে আমার ভাই-কর্মীদের বলব, প্রথমে ঘুমপাড়ানি ওষুধটা দেবেন৷ ওষুধে যদি কাজ না হয় তাহলে চিরকালের মতো ঘুমপাড়িয়ে দেবেন৷"

BHR_JAN_BJP_PRESIDENT_HUMKI
এদিন CAA-এর সমর্থনে অভিনন্দন যাত্রা

সাঁইথিয়া, 25 জানুয়ারিঃ তৃণমূল নেতাদের 'ঘুমপাড়ানি ওষুধ' দিয়ে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়ার নিদান দিলেন বীরভূম জেলা BJP সভাপতি ৷ আজ সাঁইথিয়ায় CAA-এর সমর্থনে 'অভিনন্দন যাত্রা' করে BJP । সেই যাত্রার শেষে দলের তরফে সভা করা হয়৷ সেই সভায় দলের বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "গ্রামে যখন বুনো হাতি ঢুকে যায় তখন বন দপ্তরে খবর দেওয়া হয়৷ বন দপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে ৷ যদি ঘুম না আসে তখন গুলি করে মেরে দেয়৷"

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শ্যামাপদবাবু বলেন, "সাঁইথিয়ায় কয়েকজন তৃণমূল নেতা আছে৷ এই তিন-চারজন নেতা যদি এখানে গুন্ডামি করে, ঘর-বাড়ি ভাঙে, আমাদের কর্মকর্তাদের গায়ে হাত দেয়, তাহলে আমার ভাই-কর্মীদের বলব, প্রথমে ঘুমপাড়ানি ওষুধটা দেবেন৷ ওষুধে যদি কাজ না হয় তাহলে চিরকালের মতো ঘুমপাড়িয়ে দেবেন৷" এখানেই থেমে থাকেননি শ্যামাপদবাবু ৷ তিনি আরও বলেন, "ওরা (তৃণমূল কংগ্রেস) যদি এক চড় মারে, তাহলে চিন্তা না করে পালটা চড় মারুন । যা হবে আমরা বুঝে নেব।"

BHR_JAN_BJP_PRESIDENT_HUMKI
CAA-এর সমর্থনে "অভিনন্দন যাত্রা"

এদিন CAA-এর সমর্থনে পদযাত্রায় ছিলেন দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারও৷ শ্যামাপদ মণ্ডলের এহেন মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়প্রকাশ মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডল যদি পুলিশকে বোম মারার জন্য নিজের দলকে বলতে পারেন, তাহলে BJP-র জেলা সভাপতির ভুল কোথায় ? সাঁইথিয়া এলাকায় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে উনি এই কথা বলেছেন।"

Intro:সাঁইথিয়া, ২৫ জানুয়ারিঃ তৃণমূল নেতাদের গুলি করে মারার নিদান বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের। সাঁইথিয়ায় প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, "বুনো হাতির মত প্রথম ঘুমপাড়ানি ওষুধ দিন, কাজ না হলে চিরকালের মত ঘুমপাড়িয়ে দেবেন।" বিজেপি নেতার এই বক্তব্য রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডল যদি পুলিশকে বোম মারার জন্য নিজের দলকে বলতে পারেন এক্ষেত্রে বিজেপির জেলা সভাপতির ভুল কোথায়৷ সাঁইথিয়া এলাকায় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে এই কথা বলেছেন।"Body:সাঁইথিয়া, ২৫ জানুয়ারিঃ তৃণমূল নেতাদের গুলি করে মারার নিদান বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের। সাঁইথিয়ায় প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, "বুনো হাতির মত প্রথম ঘুমপাড়ানি ওষুধ দিন, কাজ না হলে চিরকালের মত ঘুমপাড়িয়ে দেবেন।" বিজেপি নেতার এই বক্তব্য রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডল যদি পুলিশকে বোম মারার জন্য নিজের দলকে বলতে পারেন এক্ষেত্রে বিজেপির জেলা সভাপতির ভুল কোথায়৷ সাঁইথিয়া এলাকায় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে এই কথা বলেছেন।"

এদিন সাঁইথিয়াতে CAA সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিজেপি। সেই যাত্রায় ছিলেন বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। পদযাত্রা শেষে একটি সভা করে বিজেপি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, "গ্রামের দিকে যখন বুনো হাতি ঢুকে যায় তখন বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে। যদি ঘুম না আসে তখন গুলি করে মেরে দেয়। এই রকম এই সাঁইথিয়ায় কয়েকজন তৃণমূল নেতা আছে। এই তিন চারজন নেতা যদি এখানে গুণ্ডামি করে, ঘর-বাড়ি ভাঙে, আমাদের কার্যকর্তাদের গায়ে হাত দেয় তাহলে আমি আমার কর্মী ভাইদের বলব প্রথমে ঘুমপাড়ানি ওষুধটা প্রথম দেবেন। ওষুধে যদি কাজ না হয় তাহলে চিরকালের মত ঘুমপাড়িয়ে দেবেন।"
শ্যামাপদ মণ্ডল আরও বলেন, "ওরা যদি এক চড় মারে আগে পিছনে চিন্তা না করে চার চড় মারুন। যা হবে আমরা বুঝে নেব।"
প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতার গুলি করার নিদান নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.