ETV Bharat / state

Lotus Pond: পাঁকে নয়, খোলা ছাদে পদ্ম ফুটিয়ে তাক লাগালেন বিশ্বভারতীর পড়ুয়া

author img

By

Published : May 31, 2023, 7:29 PM IST

একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দেখলে বোঝা দায় ৷ স্বচ্ছ টলটলে জলে ফুটে রয়েছে গোলাপী পদ্ম ৷ অথচ তা কৃত্রিম ৷ কোথায় রয়েছে এমন পদ্মপুকুর ?

Etv Bharat
ছাদে পদ্মপুকুর

দেখুন ছাদ পুকুরে কেমন পদ্ম ফুটেছে

বোলপুর, 31 মে: বিশ্বভারতীর কলাভবনের ছাদে তুলির টানে আস্ত একটি পুকুর বানিয়ে পদ্ম ফোটালেন প্রতিষ্ঠানেরই এক পড়ুয়া । নীল জলে ফুটে রয়েছে শালুক-পদ্মফুল ৷ কৃত্রিম সেই পুকুরে ছবি তুলতেই ব্যস্ত সকলে ৷ ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে এই অনবদ্য শিল্পকর্মের ছবি ৷ প্রশংসিত হয়েছেন শিল্পী সুমন দে ।

বাঁকুড়ার বাসিন্দা সুমন বিশ্বভারতীর কলাভবনের স্নাতকোত্তর অন্তিম বর্ষের ছাত্র ৷ পরীক্ষার জন্য যখন প্রত্যেক ছাত্র নিজ নিজ শিল্পকর্ম প্রস্তুতিতে ব্যস্ত ৷ তখন সুমনের মাথায় আসে এক অভিনব ভাবনা । শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা থেকে পদ্ম পুকুরের ছবি তিনি মোবাইলে ক্যামেরাবন্দি করে আনেন ৷ পরে সঙ্গীতভবনের ছাদটাকেই তুলির টানে আস্ত একটি পুকুর বানিয়ে পদ্ম ফোটান এই শিক্ষানবিশ শিল্পী । জলও রয়েছে তাতে ৷ উঁচু জায়গা থেকে দেখে বোঝার উপায় নেই, এটি আসল নয়, ছবির পদ্মপুকুর ৷ তাঁর এই শিল্পকর্ম সোশ্যাল নেটওয়ার্ক সাইটে প্রচুর প্রশংসা কুড়োচ্ছে । অন্যান্য পড়ুয়াদের এই পুকুরে ছবি তোলার হিড়িকও কম নয় । সুমন জানান, প্রায় 10 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই পদ্মপুকুর বানিয়েছেন । অ্যাক্রেলিক ও ওয়েদার বার্জার কোট রঙ ব্যবহার করা হয়েছে এই পদ্ম পুকুর আঁকতে । প্রায় 35 হাজার টাকা খরচ হয়েছে এই কৃত্রিম পদ্মপুকুর বানাতে ৷ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় শিল্পকলার কাজ করে উপার্জিত অর্থ সঞ্চয় করেই এই নজরকাড়া পুকুরটি বানিয়েছেন সুমন ৷

শিল্পীর কথায়, "ছাদটি পুকুরের আকারের ৷ তাই পরীক্ষার আগে এটিকে পদ্মপুকুর বানিয়ে ফেললাম ৷ এই কাজটির সময় বৃষ্টি হচ্ছিল ৷ সেটাকেও আমি শিল্পের অঙ্গ হিসাবেই নিয়েছিলাম ৷ সবাই খুব প্রশংসা করছে । কতজন এসে ছবিও তুলছে ৷ এটাই প্রাপ্তি ৷"

এই ধরনের পেইন্টিংকে বলে মিউরাল আর্ট ৷ জলেও যাতে নষ্ট না হয় তার জন্য ওয়েদার কোট রঙ ব্যবহার করা হয়েছে ৷ এই শিল্পকর্ম অনেকটা থ্রিডি পেন্টিংয়ের মতো । যে প্রান্ত থেকে দেখা যাক না কেন অবিকল প্রাকৃতিক পুকুরের মতোই দেখতে ৷ তাই এই শিল্পকর্মটি এখন শান্তিনিকেতনে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ প্রসঙ্গত, শিল্পকলার পীঠস্থান বলা হয় এই শান্তিনিকেতনকে ৷ কলাভবন হল তার প্রাণকেন্দ্র ৷ সেখানেই যে এহেন কর্ম ফুটে উঠবে সেটাই স্বাভাবিক ।

আরও পড়ুন : শতাধিক আর্ট পেপারজুড়ে রবি ঠাকুরের প্রতিকৃতি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বীরভূমের কৌশিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.