ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : আগ্নেয়াস্ত্র নিয়ে কংগ্রেস প্রার্থী বাবা-মেয়ের উপর হামলা ! অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Feb 26, 2022, 11:04 PM IST

Bengal Civic Polls 2022
Bengal Civic Polls 2022

শনিবার রাতে বোলপুর পৌরসভার ভোটের কংগ্রেস প্রার্থী বাবা-মেয়ের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অরূপ রায়ের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী এই কাজ ঘটিয়েছে ।

বোলপুর, 26 ফেব্রুয়ারি : বোলপুরে ভোট পূর্ববর্তী হিংসা ! রাজ্যের 108 পৌরসভায় ভোট শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি । তার আগেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে উঠল সন্ত্রাসের অভিযোগ । শনিবার রাতে বোলপুর পৌরসভার ভোটের কংগ্রেস প্রার্থী বাবা-মেয়ের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অরূপ রায়ের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী এই কাজ ঘটিয়েছে । নির্বাচনের আগের দিন এই হামলায় আতঙ্কিত পরিবারটি ।

বোলপুর পৌরসভার 22 টি ওয়ার্ডের মধ্যে 10 টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল । 12টি ওয়ার্ডে নির্বাচন হবে । সেই ওয়ার্ডগুলির মধ্যে 9 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ড থেকে হাত শিবিরের টিকিটে প্রার্থী হয়েছেন যথাক্রমে পল্লবী সাহা ও তপন সাহা । সম্পর্কে তাঁরা বাবা-মেয়ে । অভিযোগ, শনিবার রাতের হঠাৎই সাহা বাড়িতে চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা অরূপ রায় ও দলবল । বাবা-মেয়ে দুজনকেই মারধর করা হয় । তাঁদের দেখে নেওয়ার হুমকিও দেয় তৃণমূলের লোকজন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022: নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন

কংগ্রেস প্রার্থী পল্লবী সাহা বলেন, "অরূপ রায়ের নেতৃত্বে তৃণমূলের লোকজন এসে বাড়িতে ভাঙচুর করে ৷ মারধর করে, মাথা ফাটিয়ে দিয়েছে ৷ ভোটের আগের দিনই এই অবস্থা ৷ কোনও গণতন্ত্র নেই ৷ আমরা আতঙ্কে আছি ।"

তবে, ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা অরূপ রায় । তিনি বলেন, "আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে ৷ আমাদের ছেলেদের চড় মেরেছে । তাই আমরাও মেরেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.