ETV Bharat / state

খুলছে তারাপীঠ মন্দির

author img

By

Published : Jun 20, 2020, 1:21 PM IST

রথের দিন থেকে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির । আজ মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

ছবি

তারাপীঠ, 20 জুন : প্রায় তিন মাস পরে খুলছে তারাপীঠ মন্দির । আজ বৈঠকের পর মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । রথের দিন মন্দির খোলা হবে পুণ্যার্থীদের জন্য ।

তারাপীঠ মন্দির কমিটি সূত্রে খবর, সরকারি নির্দেশ অনুযায়ী কোরোনা সতর্কতায় সব স্বাস্থ্যবিধি কড়াভাবে পালন করা হবে । মন্দিরের মূল তিনটি দ্বারে বসানো হয়েছে স্যানিটাইজা়র টানেল । প্রত্যেক পুণ্যার্থীরা স্ক্রিনিং টেস্টের পরই মন্দিরে প্রবেশ করতে পারবেন । তবে স্পর্শ করা যাবে না প্রতিমা । গর্ভগৃহে প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা । মন্দির চত্বর প্রতিদিন দু'বেলা স্যানিটাইজ় করা হবে । কোরোনা সতর্কতায় মাইকের মাধ্যমে সব জায়গায় প্রচার করা হবে । মন্দির চত্বরে কঠোরভাবে পালন করা হবে সামাজিক দূরত্ব ।

তবে মন্দির খুলে গেলেও পুণ্যার্থী খুব একটা হবে না বলেই মনে করছেন অনেকে। কারণ এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি । তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, " আমরা আজ যে বৈঠক করেছিলাম তাতেই সর্বসম্মতি নিয়ে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছি । আগামীকাল থেকে পুণ্যার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে । সরকারি সতর্কতামূলক প্রতিটি নির্দেশ আমরা পালন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.