ETV Bharat / state

ফের খুলে গেল তারাপীঠ মন্দির

author img

By

Published : Jun 16, 2021, 12:04 PM IST

ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হল তারাপীঠ মন্দির ৷ 15 মে থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ ছিল মন্দির ৷ থাকছে বেশ কিছু বিধিনিষেধ ৷

ফের খুলে গেল তারাপীঠ মন্দির
ফের খুলে গেল তারাপীঠ মন্দির

তারাপীঠ, 16 জুন: আজ থেকে ভক্তদের জন্য খুলে গেল তারাপীঠ মন্দির ।

15 মে থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ রাখা হয়েছিল মা তারার মন্দির। 31 দিন পর আজ পুণ্যার্থীদের জন্য খুলল মন্দিরের দরজা । মন্দির খুলে দেওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি তারাপীঠের সেবাইত থেকে শুরু করে ব্যবসায়ীরা । মা তারার মন্দিরে মায়ের দর্শন করার ক্ষেত্রে করোনা আবহে বেশ থাকছে কিছু নিয়ম ৷

মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কোনও ভক্ত । পাশাপাশি বিগ্রহকে স্পর্শ করে পুজো দিতে পারবেন না পুণ্যার্থীরা । আপাতত কোভিড সচেতনতা মেনে মন্দিরের সামনে দরজা থেকে মা তারাকে দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা । তবে সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে পড়তে হবে মাস্ক । বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।

ফের খুলে গেল তারাপীঠ মন্দির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.