ETV Bharat / state

Protest in Bolpur: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ডেপুটি স্পিকারকে ঘিরে বিক্ষোভ বোলপুরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:38 PM IST

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ৷ সংস্কারের দাবিতে বোলপুরে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷

road blockade in bolpur
আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ

ডেপুটি স্পিকারকে ঘিরে বিক্ষোভ বোলপুরে

বোলপুর, 9 অক্টোবর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বাসিন্দাদের । বিক্ষোভে মধ্যে পড়ে আটকে গেলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । পরে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকবাসীরা ৷ তবে শেষে অন্য পথ দিয়ে ঘুরে যেতে বাধ্য হন তিনি ৷ যদিও ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কলকাতা যাচ্ছি । বিধানসভায় যাব ৷ এখানে একটা বিক্ষোভ হচ্ছে । রাস্তা খারাপ নিয়ে মূলত তাদের অভিযোগ । ওদের দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি রয়েছে ৷ আমি মন্ত্রীকে বিষয়টি জানাব বলে আশ্বাস দিয়েছি ।"

সূত্রের খবর, বোলপুরে লালপুল থেকে সতীপিঠের অন্যতম কংকালীতলা মন্দির যাওয়ার রাস্তার বেহাল দশা ৷ বিশেষ করে মকরমপুর এলাকায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরা । বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওই এলাকার মানুষকে বোলপুর মহকুমা হাসপাতালে এই রাস্তা দিয়েই যেতে হয় । তাই রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর গনেশ বাহাদুর, বোলপুর পৌরসভা, পূর্ত বিভাগ সকলকেই চিঠি দিয়ে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । কিন্তু কোন কাজ না হওয়ায় এ দিন দুপুর থেকে মকরমপুরের শুরু হয় পথ অবরোধ । সেই সময় এই রাস্তা দিয়ে রামপুরহাট থেকে কলকাতা যাচ্ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । তাঁর গাড়ি আটকে যায় অবরোধে ৷ তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ পরে বোলপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ ডেপুটি স্পিকারকে বিক্ষোভ স্থল থেকে বের করে এবং তাঁকে অন্য পথে কলকাতা দিকে রওনা করে দেয় ।

আরও পড়ুন: গ্রামের রাস্তা খারাপের জন্য হচ্ছে না বিয়ে, পথ অবরোধ করে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদে

এ দিন প্রায় তিন ঘণ্টা চলে এই পথ অবরোধ ৷ এরপর ঘটনাস্থলে আসেন বোলপুর পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা । বিক্ষোভকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ দু'দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে আশ্বাস দেন অফিসারেরা ৷ তারপরই অবরোধ উঠে যায় ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোলপুর শহরের দিকে বেহাল অবস্থা বহু রাস্তার । সেগুলি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি এলাকাবাসীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.