ETV Bharat / state

"বীরভূমে পুলিশি অত্যাচার চলছে", রাজ্যপালকে জানাবে BJP

author img

By

Published : Sep 30, 2020, 5:35 PM IST

বোলপুরে মহকুমা শাসকের দপ্তরে সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চ বানিয়ে অবস্থান বিক্ষোভ করেন BJP নেতা-কর্মীরা । সেখানেই BJP কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুললেন BJP-র জেলা সভাপতি ৷

Birbhum BJP
Birbhum BJP

বোলপুর, 30 সেপ্টেম্বর : "বীরভূমে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করব ও পুলিশের অবৈধ মামলার ফাইল তুলে দেব," বললেন BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । বুধবার বোলপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে BJP । হাতে থালা-বাসন ও গলায় সবজির মালা পরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন BJP কর্মী-সমর্থকরা । BJP কর্মীদের মাদক মামলায় ফাঁসানো হচ্ছে, এমন অভিযোগও তোলা হয় আজ ।

8 অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে BJP । তার আগে আজ বোলপুরে মহকুমা শাসকের দপ্তরে সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চ বানিয়ে অবস্থান বিক্ষোভ করেন BJP নেতা-কর্মীরা । হাতে থালা-বাসন, গলায় আলু-পিঁয়াজ ইত্যাদি সবজির মালা পরে বিক্ষোভ দেখানো হয় । মূলত, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিল আজ । অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "তৃণমূলের খুন, সন্ত্রাস, পাথর-বালি-কয়লার কাটমানি প্রভৃতির বিরুদ্ধে 8 অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ।"

বীরভূম জেলা পুলিশের উদ্দেশে BJP জেলা সভাপতি বলেন, "বীরভূম জেলায় BJP-র নেতাকর্মীদের বিরুদ্ধে 25টি মাদক মামলা করা হয়েছে । এই নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব । আমরা জানতে চাইব, বীরভূম জেলার থানাগুলিতে কত গাঁজা, ড্রাগ, নেশাজাত দ্রব্য মজুত রয়েছে । এছাড়াও, বীরভূম জেলায় তৃণমূলের অত্যাচারের পাশাপাশি যে পুলিশি অত্যাচার শুরু হয়েছে তার প্রেক্ষিতে আমরা অবিলম্বে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করব । বীরভূম জেলার বেশ কিছু অবৈধ মামলার ফাইল আমরা রাজ্যপালের হাতে তুলে দেব ।"

বোলপুরে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখছেন শ্যামাপদ মণ্ডল ৷

শ্যামাপদবাবু আরও বলেন, "পুলিশ প্রশাসন যেমন BJP-র কর্মীদের বাড়িতে থাকতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না । আমরাও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুলিশ প্রশাসনের চোখের ঘুম কেড়ে নেব । সঠিক সময়ে খেতে দেব না । আমাদের পিছনে পিছনে ঘোরাব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.