শান্তিনিকেতন, 3 অগস্ট: সাত ঘণ্টা ধরে শান্তিনিকেতনে পার্থ ও অর্পিতার 'অপা' বাড়িতে তল্লাশি চালাল ইডি(Many documents recovered from Partha Arpita house in Birbhum during the 7 hour raids)৷ মিলল দলিল, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ৷ বাড়ির ভিতরে সমস্ত বাক্স, ড্রয়ার, আলমারি খুলে এসব মিলেছে বলে জানা গিয়েছে ৷ সেসব বাজেয়াপ্ত করে বাড়ির পরিচারিকা দম্পতি নিখিল দাস ও ঝর্ণা দাসকে জেরা করেন অফিসাররা ৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় । তাঁদের জেরা করে শান্তিনিকেতনের ফুলডাঙায় দু'জনের নামে একটি বিলাসবহুল বাগানবাড়ির সন্ধান পায় । 2012 সালে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন পার্থ ও অর্পিতা । বুধবার সকাল 10টা 45 নাগাদ এই বাড়িতে তল্লাশি শুরু করে ইডি ৷ সন্ধে 7টা পর্যন্ত রুদ্ধদ্বার তল্লাশি চলে ৷
আরও পড়ুন : শান্তিনিকেতনে 'অপা'-র মালিক পার্থ-অর্পিতাই, ভূমি-সংস্কার দফতরে নথিভুক্ত দলিল প্রকাশ্যে
এমনকি গাছ লাগানোর জন্য বাগানের যে মাটি খোঁড়া ছিল, সন্দেহ হওয়ায় তাও খতিয়ে দেখেন ইডি অফিসাররা । পরিচারক নিখিল দাসকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় 'তিতলি' নামক বাড়িটি চিহ্নিত করেন এক অফিসার । প্রায় 7 ঘণ্টা ধরে 'অপা' বাড়িতে তল্লাশি চালায় ইডি ।
তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে অপা বাড়ির পরিচারিকা ঝর্ণা দাস বলেন, "পাঁচ বছর ধরে এই বাড়ির দেখাশোনা করছি ৷ এক দিদি (অর্পিতা মুখোপাধ্যায়)এসেই মাইনে দিয়ে যেত । এদিন অফিসাররা সব কিছু খুলে দেখল । অনেক কাগজপত্র নিয়ে গেল ৷ বাগানের মাটি কেন খোঁড়া ছিল জানতে চাইল ।"
আরও পড়ুন : কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির