ETV Bharat / state

Tarapith Hotel Fare কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগম কম তারাপীঠে, হোটেল ভাড়ার ভুয়ো খবরকে দায়ী করল মালিকপক্ষ

author img

By

Published : Aug 28, 2022, 8:55 PM IST

Updated : Aug 28, 2022, 9:10 PM IST

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় ভিড় না হওয়ায় সংবাদ মাধ্যমের একাংশকে দায়ী করল হোটেল মালিক অ্যাসোসিয়েশন ৷ অভিযোগ ভাড়া নিয়ে ভুল খবর প্রচারের কারণেই নাকি, এই পরিস্থিতি (Hotel Owners Blame Media) ৷ যদিও, তারাপীঠে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের দাবি, প্রায় সব হোটেলেই প্রায় 4 গুণ ভাড়া চাওয়া হচ্ছে ৷

Hotel Owners Blame Section of Media for Lack of Devotees at Tarapith in Kaushiki Amavasya
Hotel Owners Blame Section of Media for Lack of Devotees at Tarapith in Kaushiki Amavasya

তারাপীঠ, 28 অগস্ট: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রত্যাশা মতো দর্শনার্থী না হওয়া নিয়ে একাংশ মিডিয়াকে দায়ী করল লজ ওনার্স অ্যাসোসিয়েশন ৷ অভিযোগ করা হল, কয়েকটি সংবাদ মাধ্যেমে হোটেল ও লজের ভাড়া (Tarapith Hotel Fare) কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে, এমন খবর সম্প্রচারের কারণেই, নাকি তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মানুষের ভিড় তেমন চোখে পড়েনি ৷ যা নিয়ে মন্দির কমিটির তরফে বলা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনায় বসবে ৷

করোনা সংক্রমণের কারণে পর পর দু’বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ তবে, এ বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় প্রশাসনের তরফে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল ৷ দু’বছর বন্ধ থাকার কারণে আশা করা হয়েছিল কমপক্ষে 5 লক্ষ ভক্তের ভিড় হবে তারাপীঠে ৷ সেই মতো প্রস্তুতিও নিয়েছিল প্রশাসন ৷ কিন্তু, প্রশাসনের আশানুরূপ ভক্ত সমাগম হল না তারাপীঠে (Lack of Devotees at Tarapith in Kaushiki Amavasya) ৷ একটি সূত্রের দাবি, 2 লক্ষ মানুষও তারাপীঠে আসেনি এ বারের কৌশিকী অমাবস্যায় ৷

প্রত্যাশামতো ভিড় হল না তারাপীঠে, দেখুন ভিডিয়ো

যার প্রভাব পড়েছে হোটেল ব্যবসা থেকে শুরু করে, ফুল, ফল এবং মন্দির সংলগ্ন খাবারের দোকানগুলিতেও ৷ অভিযোগ কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল খবর সম্প্রচারের জন্যই নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে তারাপীঠ লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরির অভিযোগ , কৌশিকী অমাবস্যার ঠিক আগে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের জেরে তারাপীঠে ভক্ত সমাগত হয়নি ৷ তিনি অভিযোগ করেছেন, কয়েকটি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, তারাপীঠের লজ ও হোটেলগুলিতে কৌশিকী অমাবস্যায় অন্যান্য সময়ের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে ৷ আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরই মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি ৷

যদিও অন্য কথা বলছেন, তারাপীঠে কৌশিকী অমাবস্যায় পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা ৷ তাঁদের অভিযোগ, বেশির ভাগ হোটলে ও লজ ভাড়া তিন থেকে চার গুণ বাড়িয়ে দিয়েছে ৷ কোথাও কোথাও 3 দিনের জন্য 10-12 হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ ফলে উপায় না দেখে বাধ্য হয়ে বেশি টাকায় অনেকেই ঘরভাড়া নিচ্ছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা ৷ এর জন্য প্রশাসনিক নজরদারির অভিযোগও তুলেছেন অনেক পূণ্যার্থী ৷

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর শুরু কৌশিকী অমাবস্যা, উপচে পড়ছে ভক্তদের ভিড়

পাশাপাশি, অটো দৌরাত্ম্যের অভিযোগও উঠেছে তারাপীঠে ৷ কৌশিকী অমাবস্যা তিথি শুরুর 12 ঘণ্টা আগেই মুনসভা মোড়ের কাছে 112 নম্বর জাতীয় সড়কে 5 কিলোমিটার আগে বড় গাড়ি আটকে দেওয়া ৷ ফলে বাকি পথ যেতে অটো বা টোট ভাড়া করতে হয় ৷ সেখানেও লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ৷

Last Updated : Aug 28, 2022, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.