ETV Bharat / state

CBI Probe on Rampurhat Massacre : বগটুইয়ে নমুনা সংগ্রহ করল সিবিআইয়ের ফরেনসিক টিম

author img

By

Published : Mar 25, 2022, 12:22 PM IST

Updated : Mar 25, 2022, 2:34 PM IST

হাইকোর্টের নির্দেশের পরই বগটুই পৌঁছল সিবিআইয়ের তদন্তকারী দল (CBI to Investigate Rampurhat Massacre) ৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা ৷

Rampurhat Massacre
বগটুই পৌঁছল সিবিআইয়ের ফরেন্সিক টিম

রামপুরহাট, 25 মার্চ : রামপুরহাট হত্যাকাণ্ডে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ (CBI Probe on Rampurhat Massacre) ৷ হাইকোর্টের নির্দেশের পরই এদিন দুপুরে বগটুই গ্রামে পৌঁছোয় সিবিআইয়ের ফরেনসিক দল (CBI forensic team reaches Bagtui Village) ৷ ঘটনাস্থলে যান সিবিআইয়ের কেন্দ্রীয় ফরেনসিক দলের 9জন কর্মী ৷ পূর্ব বর্ধমানের জেলা বিচারক শোভন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে পোড়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা ।

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, বগটুই হত্যাকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে ৷ সোমবার রাতের এই ঘটনার পর সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য ৷ তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিট ৷ কিন্তু এই ঘটনার গুরুত্ব বিচার করে এবং আইনের উপর মানুষের বিশ্বাস বজায় রাখতে এদিন সিবিআইয়ের হাতে এই হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দিয়েছে হাইকোর্ট ৷

হাইকোর্টের নির্দেশের পর বগটুইয়ে নমুনা সংগ্রহ করল সিবিআইয়ের ফরেন্সিক টিম

আরও পড়ুন : CBI to Investigate Rampurhat Massacre : রামপুরহাটে বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত

প্রধান বিচারপতি আগামী 7 এপ্রিলের মধ্যে সিবিআইয়ের কাছ থেকে তদন্তের প্রাথমিক রিপোর্ট তলব করেছেন ৷ পাশাপাশি হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, এই মামলায় সিবিআই যে শুধু তদন্তই করবে তা নয়, তারা দোষীদের গ্রেফতারও করবে ৷ রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তার অত্যন্ত গভীর সামাজিক প্রভাব রয়েছে বলেও এদিন মন্তব্য করেছে প্রধান বিচারপতির বেঞ্চ ৷

Last Updated : Mar 25, 2022, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.