ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার বীরভূম BJP কিষান মোর্চার সভাপতি

author img

By

Published : Mar 13, 2020, 4:18 PM IST

আগ্নেয়াস্ত্র সহ এক BJP নেতা ও আরও দুই BJP কর্মীকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে একটি 9 MM পিস্তল ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ ৷

birbhum-bjp-kisan-morcha-president-arrested-with-firearms
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বীরভূম BJP কিষাণ মোর্চার সভাপতি

রামপুরহাট,13 মার্চ : আগ্নেয়াস্ত্র সহ এক BJP নেতা ও দুই BJP কর্মীকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ । গত কাল সন্ধা 7টার সময় রামপুরহাটের 13 নং ওয়ার্ডের ডাক্তারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের । ধৃতদের কাছ থেকে একটি 9 MM পিস্তল ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত বীরভূম BJP কিষান মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ ও দুই BJP কর্মী কার্তিক মণ্ডল ও অসিত প্রামাণিক গতকাল সন্ধ্যায় দলবল নিয়ে কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে জমায়েত হয় রামপুরহাটের 13 নং ওয়ার্ডের ডাক্তারপাড়া এলাকায় । স্থানীয় বাসিন্দারা রামপুরহাট থানায় খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে, কয়েকজন ছুটে পালিয়ে যায় । একটি কাপড়ের ব্যাগ-সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । ওই নীল ব্যাগ থেকে একটি 9 MM পিস্তল ও বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করে পুলিশ ৷

ধৃতরা সকলেই রামপুরহাটের বাসিন্দা । পুলিশের প্রাথমিক ধারণা, তাঁদের জমায়েত হয়েছিল রামপুরহাট ডাক্তারপাড়ায় । পরিকল্পনা ছিল গন্ডগোল পাকানোর ৷ আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ ধৃতদের 14 দিনের জেল হেপাজত চেয়ে আদালতে আবেদন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.