ETV Bharat / state

Tribal Leaders under House Arrest: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন করা 6 আদিবাসী নেতাকে নজরবন্দি করল পুলিশ

author img

By

Published : Mar 28, 2023, 1:05 PM IST

Updated : Mar 28, 2023, 3:02 PM IST

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বোলপুরে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন (President Murmu at Visva Bharati Convocation) ৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল ছ’জন আদিবাসী নেতার ৷ সেই নেতাদের এদিন সকাল থেকেই নজরবন্দি করে রাখে পুলিশ ৷

Tribal Leaders under House Arrest
Tribal Leaders under House Arrest

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন করা 6 আদিবাসী নেতাকে নজরবন্দি করল পুলিশ

বোলপুর (বীরভূম), 28 মার্চ: দেউচা-পাচামি সহ একাধিক দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা ছিল বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের । তার আগে আদিবাসী সংগঠনের ছ’জন নেতাকে নজরবন্দি করল রাজ্য পুলিশ (Police detain six tribal leaders in their house)। নিজ নিজ বাড়িতেই মঙ্গলবার সকাল থেকে ছ’জন নেতাকেই নজরবন্দি করে রাখা হয় ৷ আদিবাসী সংগঠনের নেতা রাম সরেন বলেন, ‘‘যতক্ষণ রাষ্ট্রপতি শান্তিনিকেতনে থাকবেন, ততক্ষণ নজরবন্দি থাকতে হবে বলে জানানো হয়েছে৷’’

দেউচা-পাচামিতে খোলামুখ কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করছে রাজ্য সরকার । খনির বিরুদ্ধে প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে এলাকার আদিবাসী মানুষজন । এছাড়া, বোলপুর-শান্তিনিকেতন এলাকায় বহু আদিবাসী মানুষজনের জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷ সেখানে রিসর্ট, হোটেল, আবাসন, কটেজ, বহুতল প্রভৃতি গড়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ উঠছে ।

এই সকল বিষয় ছাড়াও আদিবাসী-সাঁওতাল জনজাতির শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা ছিল আদিবাসী সংগঠনগুলির ৷ এই মর্মে বিশ্বভারতীর (Visva Bharati University) ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতকে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিলেন আদিবাসী সংগঠনের নেতারা ৷ যদিও, শেষ মুহূর্তে এসে সেই অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে ৷

Tribal Leaders under House Arrest
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে বিশ্বভারতীকে দেওয়া আদিবাসী নেতাদের সেই চিঠি

তা সত্ত্বেও এদিন সকাল ৬টা থেকে আদিবাসী নেতা রাম সরেন, সোনা মুর্মু, ড. বিনয় কুমার সরেন, মিনতি হেমব্রম, রথীন কিস্কু, শিবু সরেনকে নজরবন্দি করল রাজ্য পুলিশ ৷ তাঁদের বাড়িতে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে । শান্তিনিকেতন থানার পুলিশের তরফে তাদের বলা হয়েছে যে যতক্ষণ রাষ্ট্রপতি শান্তিনিকেতনে থাকবেন, ততক্ষণ বাড়ি থেকে তাঁরা বেরতে পারবেন না ৷

প্রসঙ্গত, এদিন বিশ্বভারতীর সমাবর্তনে (Visva Bharati Convocation) যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । পদাধিকার বলে তিনি এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদেও রয়েছেন । তিনি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের ৷ সেই কারণেই তাঁর কাছে নিজেদের দাবি পেশ করতে চেয়েছিলেন আদিবাসী সংগঠনের নেতারা ৷ কিন্তু তাঁর সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেল ৷ পরবর্তী ক্ষেত্রে তাঁরা এই নিয়ে কোনও পদক্ষেপ করবেন কি না, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর মধ্যস্থতায় দেউচা-পাচামি সহ আদিবাসীদের সমস্যার কথা শুনতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Last Updated : Mar 28, 2023, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.