ETV Bharat / state

Duare Ration: রেশন না পেয়ে ক্ষোভে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

author img

By

Published : May 6, 2023, 9:43 PM IST

'যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন বাংলার মানুষ বিনামূল্য রেশন সামগ্রী পাবে', মুখ্যমন্ত্রীর এই ধরনের নির্দেশিকার পরও জুটছে না রেশন ৷ এবার বাধ্য হয়ে বস্তা ফেলে পথ অবরোধে সামিল বাঁকুড়ার খাতড়ার বাসিন্দারা।

Etv Bharat
রাস্তা অবরোধ গ্রামবাসীদের

রাস্তা অবরোধ গ্রামবাসীদের

বাঁকুড়া, 6 মে: বিধানসভা নির্বাচনের আগে বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ আর তাতে যে কাজ হয়েছিল তা ভোটের ফলাফলেই স্পষ্ট ৷ কিন্তু দীর্ঘদিন ধরে সেই রেশন পাচ্ছেন না বলে অভিযোগ খাতড়ার একাধিক এলাকার বাসিন্দাদের ৷ যার জেরে শনিবার ন্যায্য রেশনের দাবিতে পথ অবরোধে সামিল হলেন খাতরাবাসী ৷

যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন বাংলার মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে কার্য়ত অমান্য করে মাসের পর মাস টোকেন দেওয়া সত্ত্বেও রেশন সামগ্রী পাচ্ছেন না উপভোক্তারা। অবশেষে পথ অবরোধে সামিল হল বাঁকুড়ার খাতড়া শহরের একাধিক পাড়ার বাসিন্দারা। শনিবার খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের উপর খাতড়া বাজারের দাসের মোড়ে বসে রেশনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান একাধিক এলাকার বাসিন্দারা। ফলে রাজ্য সড়কের উপর যানচলাচল কার্য়ত স্তব্ধ হয়ে যায় ৷ আটকে পড়ে বহু পণ্যব ও যাত্রীবাহী গাড়ি।

দীর্যসময় ধরে অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় রেশন সামগ্রী পাওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্য সরকারের 'দুয়ারে রেশন' প্রকল্প তো দূরের কথা, খাতড়া দাসের মোড়ের ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে গত কয়েক মাস ধরে রেশন সামগ্রী মিলছে না। গ্রামবাসীদের আরও অভিযোগ, রেশন ডিলার কল্যাণী সিংহ মহাপাত্র মাঝে মাঝে দুই-তিন বস্তা চাল এনে রেশন দেওয়া শুরু করলেও, সেই চালের বস্তা শেষ হলেই বন্ধ হয়ে যায় রেশন সামগ্রী বিতরণের কাজ ৷ রেশন না পেয়ে সিংহভাগ মানুষই বাড়ি ফিরে যান বলেও অভিযোগ। রেশন ডিলার এই ধরনের অনৈতিক কাজকর্ম চালিয়ে আসছেন দীর্ঘ সময় ধরে। যার জেরেই এদিন পথ অবরোধে সামিল হয়েছেন খাতড়ার একাধিক পাড়ার কয়েশো উপভোক্তা।

অভিযোগের কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন স্থানীয় রেশন ডিলারের আত্মীয়রা ৷ পরিবারের এক সদস্য পদ্মা মহাপাত্র জানান, পরিবারের একজনের শারীরিক অসুস্থতার কারণে দু'মাস রেশন সামগ্রী বিতরণ ও দুয়ারে রেশন প্রকল্প বন্ধ ছিল ৷ তবে এবার থেকে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে রেশন বিতরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আর কোনও সমস্যা থাকবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতির বক্তব্যের মাঝে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকার অডিটোরিয়ামেই ভাষণ মুর্মুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.