ETV Bharat / state

বাংলার উন্নয়নকে লাথি মারতে দেব না : মোদি

author img

By

Published : Mar 21, 2021, 5:24 PM IST

Updated : Mar 21, 2021, 5:46 PM IST

নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা ভাইরাল দেওয়াল লিখন এবার উঠে এল মোদির বক্তৃতায় ৷ তিনি বলেন, ‘‘দিদির লোকেরা ছবি তৈরি করেছে ৷ সেখানে আমার মাথার উপর দিদির পা ৷ আমার মাথা নিয়ে ফুটবল খেলছে ৷’’

আমার মাথায় লাথি মারলেও বাংলার উন্নয়নকে লাথি মারতে দেব না, মমতাকে বার্তা মোদির
আমার মাথায় লাথি মারলেও বাংলার উন্নয়নকে লাথি মারতে দেব না, মমতাকে বার্তা মোদির

বাঁকুড়া, 21 মার্চ : নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা ভাইরাল দেওয়াল লিখন এবার উঠে এল মোদির বক্তৃতায় ৷ যে দেওয়াল লিখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ের ছবির নিচে একটি অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে ৷ যা এক ঝলকে দেখে নরেন্দ্র মোদির কথা মনে করা হয় ৷ সেই দেওয়াল লিখনের কথাই এদিন তুলে ধরেছেন মোদি ৷

রবিবার বাঁকুড়ার তিলাবেড়িয়ায় সভা ছিল প্রধানমন্ত্রীর ৷ সেই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ আর সেই সমালোচনা চলতে চলতেই হঠাৎ তাঁর মুখে উঠে আসে ওই দেওয়াল লিখনের কথা ৷

শুরুতে তিনি বলেন, ‘‘দিদির লোকেরা ছবি তৈরি করেছে ৷ সেখানে আমার মাথার উপর দিদির পা ৷ আমার মাথা নিয়ে ফুটবল খেলছে ৷’’ এর পর মোদি জনতার মাধ্যমে মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন, এই ধরনের দেওয়াল লিখন করে কেন বাংলাকে অপমান করা হচ্ছে ?

এর পর মোদি দাবি করেন যে তিনি তাঁর মাথা 130 কোটি মানুষের সেবায় নত করেছেন ৷ তাই তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রীর উদ্দেশ্যে বার্তা ছুঁড়ে দেন, ‘‘চাইলে আমার মাথা পা রাখুন ৷ আমাকে লাথিও মারতে পারেন ৷ আমি বাংলার বিকাশকে লাথি মারতে দেব না, বাংলার মানুষের লোকেদের স্বপ্নকে লাথি মারতে দেব না, আদিবাসী ভাই-বোনেদের স্বপ্নে লাথি মারতে দেব না ৷’’

উল্লেখ্য, ওই দেওয়াল লিখন নিয়ে ইতিমধ্যেই বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ কারণ, নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে হয়তো তৃণমূলের প্রতিপক্ষ শিবিরের ৷ কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী ৷ এই বিষয়টি উল্লেখ করেই অনেকে তৃণমূলের সমালোচনা করছেন ৷

আরও পড়ুন : মোদির প্রশংসার পর দিলীপকে ঘিরে বাড়ছে জল্পনা, কী বলছে আরএসএস ?

এবার মোদি জবাব দিয়ে দেওয়ার পর বিষয়টি অন্যমাত্রা নিল ৷ এখন দেখার এতে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয় কি না !

Last Updated : Mar 21, 2021, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.