ETV Bharat / sports

Tokyo olympics : অলিম্পিকসে সুপার সানডে, লড়াইয়ে নামবেন সানিয়া-সিন্ধু-মেরি

author img

By

Published : Jul 24, 2021, 8:18 PM IST

সিন্ধু রবিবার সিঙ্গলসে গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন ৷ তাঁর প্রতিপক্ষ ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা ৷

Tokyo olympics 2020
Tokyo olympics 2020

টোকিয়ো, 24 জুলাই : ভারোত্তোলনে রুপো জিতে শুভ সূচনা করেছেন মীরাবাঈ চানু ৷ শনিবার অলিম্পিকসে পদক জিতে সব আলো কেড়ে নিয়েছেন মণিপুরী ভারোত্তোলক ৷ এছাড়া সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা টেবিল টেনিস সিঙ্গলসে জয় পেয়েছেন ৷ সব মিলিয়ে শনিবার অলিম্পিকসে ছিল ভারতীয় মেয়েদের দাপট ৷ রবিবার দিনটাও ভারতীয় মেয়েদের দাপট দেখতে চলেছে টোকিয়ো ৷ আগামীকাল অলিম্পিকসে নিজ নিজ ইভেন্টে নামছেন পিভি সিন্ধু, সানিয়া মির্জা ও মেরি কম ৷ রবিবার দেশের এই তিন কন্যার দিকে চোখ থাকবে তামাম ভারতীয়র ৷

অলিম্পিকসে সুপার সানডে দেখতে চলেছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ৷ ব্যাডমিন্টনে রিও অলিম্পিকসে রুপোজয়ী সিন্ধু এবারও পদক জয়ের অন্যতম দাবিদার ৷ অলিম্পিকস পদকের রং বদলাতে মরিয়া সিন্ধু রবিবার সিঙ্গলসে গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন ৷ তাঁর প্রতিপক্ষ ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা ৷ ভারতীয় সময় অনুযায়ী সকাল 7টা বেজে 10 মিনিটে শুরু হবে ম্যাচ ৷ সিন্ধুর ম্যাচ শুরুর একটু পরই কোর্টে নেমে পড়বেন সানিয়া মির্জা ৷ মহিলাদের ডাবলসে অঙ্কিতা রায়নাকে সঙ্গী করেছেন তিনি ৷ প্রথম রাউন্ডে ইউক্রেনের জুটি লিউধমাইলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে খেলবেন তাঁরা ৷ ম্যাচ শুরু সাড়ে সাতটা নাগাদ ৷ মহিলাদের বক্সিং ফ্লাইওয়েটে নামছেন মেরি কম ৷ তাঁর প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হার্নান্ডেজ গ্রেসিয়া ৷ দুপুর দেড়টা নাগাদ রয়েছে এই ম্যাচ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু, অভিনন্দন প্রধানমন্ত্রীর

রবিবারের বাকি খেলাগুলি হল -

সকাল 5:30টা : 10 মিটার এয়ার পিস্তলের মহিলাদের বাছাইপর্ব (যশস্বীনী সিং দেশাই এবং মানু ভাকের )

সকাল 6:30টা : স্কিট পুরুষদের বাছাইপর্ব (মাইরাজ আহমেদ খান এবং অঙ্গদ বীর সিং বাজওয়া)

সকাল 9:30টা : পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব (দীপক কুমার এবং দিব্যাংশ সিং পাওয়ার)

সকাল 10:30টা : টেবল টেনিসে পুরুষ সিঙ্গলস দ্বিতীয় রাউন্ড (সাথিয়ান গণেশাকরণ)

বিকেল 3:00টে : পুরুষ হকির পুল এ-র ম্যাচ ( ভারত বনাম অস্ট্রেলিয়া )

বিকেল 3:32 : 100 মিটার মহিলাদের ব্যাকস্ট্রোক (মানা প্যাটেল)

বিকেল 4:26 : 100 মিটার পুরুষদের ব্যাকস্ট্রোক (শ্রীহরি নটরাজ)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.