কলকাতা, 14 সেপ্টেম্বর: আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবার প্রথমে 17 সদস্যের দল ঘোষণা করা হলেও পরে রাতের দিকে দীপক টাঙরির নাম যোগ করে তা 18 সদস্যের করা হয়েছে। যে দল ঘোষণা করা হয়েছে তাতে সুনীল ছেত্রী ছাড়া বাকি 17 জনই রিজার্ভ দলের সদস্য। এই দল বাছতে গিয়ে গত কয়েকদিন ধরেই ফেডারেশন বনাম ক্লাব এবং ইগর স্টিম্যাচের ত্রিমুখী লড়াই চলছিল।
এশিয়ান গেমস ফিফা স্বীকৃত নয়। ফলে দুয়ারে কড়া নাড়তে থাকা আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়তে অনিচ্ছুক। এই নিয়ে আইএসএলের মিডিয়া-ডে'তে ক্ষোভ পরোক্ষভাবে প্রকাশ করেছেন কার্লস কুয়াদ্রাত, জুয়ান ফেরান্দোরা। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ ফেরান্দো কিংস কাপে আশিক কুরুনিয়ানের চোট পাওয়া এবং তারপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকায় ক্ষুব্ধ। ফিফা ক্যালেন্ডার মেনে পরিকল্পনা সাজানোর কথা বলেছেন।
অন্যদিকে, ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ চেয়েছিলেন সেরা দল নিয়ে গোয়াংজু এশিয়ান গেমসে যেতে। 3 সিনিয়র ফুটবলার সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানকে দলে চেয়েছিলেন স্টিম্যাচ। কিন্তু এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি সন্দেশ এবং গুরপ্রীতকে ছাড়তে রাজি নয়। সুনীল ছেত্রী নিজে এশিয়ান গেমসে খেলার ব্যাপারে অনুমতি বেঙ্গালুরু এফসির কাছ থেকে নিয়ে রেখেছিলেন। মোহন বাগান সুপার জায়ান্ট আনোয়ার আলি, আশিস রাইকে ছাড়তে রাজি হয়নি।
-
AIFF announces Men's squad for Hangzhou Asian Games
— Indian Football Team (@IndianFootball) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read 👉🏼 https://t.co/wLCMHhLxTh#IndianFootball ⚽️ pic.twitter.com/aWzzvpE2m0
">AIFF announces Men's squad for Hangzhou Asian Games
— Indian Football Team (@IndianFootball) September 13, 2023
Read 👉🏼 https://t.co/wLCMHhLxTh#IndianFootball ⚽️ pic.twitter.com/aWzzvpE2m0AIFF announces Men's squad for Hangzhou Asian Games
— Indian Football Team (@IndianFootball) September 13, 2023
Read 👉🏼 https://t.co/wLCMHhLxTh#IndianFootball ⚽️ pic.twitter.com/aWzzvpE2m0
আশিক কুরুনিয়ানের চোট পর্ব তাদের এই ব্যাপারে আরও কঠোর করেছে। ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেছিলেন, তাঁরা একটি তালিকা দেবেন তার মধ্যে থেকে ফুটবলার নিতে পারে ভারতীয় দলের নির্বাচকরা। এশিয়াডের জন্য যে দল ঘোষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার নেই। মোহনবাগানে ফুটবলার সংখ্যা এক। দল বাছার ক্ষেত্রে ফেডারেশন ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল। তারপরেই এই দল ঘোষণা করা হয়েছে।
এশিয়ান গেমসের ভারতীয় দল- গুরমিত সিংহ, ধীরজ, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিহ, আয়ুশ ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী (অধিনায়ক), রোহিত দানু, গুরকিরাত সিংহ এবং অনিকেত যাদব।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের উপর ক্ষুব্ধ, তবু ট্রফিতেই চোখ ফেরান্দোর