ETV Bharat / sports

Pakistan to Participate in SAFF: সাফ কাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান ফুটবল দল

author img

By

Published : May 14, 2023, 9:10 PM IST

ভারতে আসছে পাকিস্তান ফুটবল দল ৷ আগামী জুন-জুলাই মাসে বেঙ্গালুরুতে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে প্রতিবেশী দেশ ৷ এআইএফএফ-এর তরফেও কোনও সমস্যা নেই বলে জানানো হয়েছে ৷ তার পরেই পাকিস্তান ফুটবল ফেডেরেশন এই খবর নিশ্চিত করেছে ৷

Pakistan Participate in SAFF ETV BHARAT
Pakistan Participate in SAFF

নয়াদিল্লি, 14 মে: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাকিস্তান ফুটবল দল ৷ প্রতিবেশী দেশের ফুটবল ফেডেরেশন এই খবর নিশ্চিত করেছে ৷ এমনকি এআইএফএফ-এর তরফেও পাকিস্তানের ভারতে এসে টুর্নামেন্ট খেলা নিয়ে কোনও সমস্যা নেই বলে জানানো হয়েছে ৷ আগামী জুন-জুলাই মাসে বেঙ্গালুরুতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ অর্থাৎ, সাফ কাপ আয়োজিত হতে চলেছে ৷

এবারের সাফ কাপে বেশকিছু নতুনত্ব রয়েছে ৷ প্রথমবার সাউথ এশিয়ান দেশের বাইরে থেকে এক বা তার বেশি দল এই টুর্নামেন্টে অংশ নেবে ৷ সাফ এক্সিকিউটিভ কমিটি গত মার্চ মাসে বৈঠক করে ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেবানন ও কুয়েতের মত মধ্যপ্রাচ্যের দেশগুলিও সাফ কাপে অংশ নেবে ৷ ফলে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন এবং মজাদার হবে ৷ এতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলির ফুটবলারদের স্কিলও উন্নত হবে ৷

তবে, সাফ কাপ খেলতে পাকিস্তান ভারতে এলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কোনও আপত্তি নেই সে কথা জানিয়েছেন সংস্থার সাধারণ সচিব শাহজি প্রভাকরণ ৷ তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘পাকিস্তানের ফুটবলাররা ভারতে সাফ কাপ চ্যাম্পিয়নশিপ খেলতে আসলে আমাদের কোনও সমস্যা নেই ৷’’ তবে, পাকিস্তানি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা নিয়ে কোনও সমস্যা হলে ? মূলত, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা চিন্তা করলে, তা অস্বাভাবিক নয় ৷

আরও পড়ুন: আইএসএলের পর আইপিএলেও কি এবার সবুজ-মেরুন! জল্পনা তুঙ্গে

এ নিয়ে শাহজি প্রভাকরণ জানিয়েছেন, সাম্প্রতিককালে ভারতের শাখা দল পাকিস্তানে আঞ্চলিক টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ৷ সেখানে কোনও সমস্যা তৈরি হয়নি ৷ তাই এক্ষেত্রেও ভিসা পেতে পাকিস্তান ফুটবল দলের কোনও সমস্যা হবে না বলেই মনে করেন তিনি ৷

ভারত, পাকিস্তান, লেবানন ও কুয়েত ছাড়াও আরও 4টি দেশ সাফ কাপ চ্য়াম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৷ সেই দেশগুলি হল, নেপাল, ভূটান, বাংলাদেশ ও মালদ্বীপ ৷ তবে, শ্রীলঙ্কা সাফের সদস্য হলেও, ফিফার নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারবে না ৷ আর আফগানিস্তান সাফের সদস্য পদ ত্যাগ করেছে ৷ তারা কয়েকবছর আগে সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডেরেশনের সঙ্গে যুক্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.