ETV Bharat / sports

কোরোনা প্যান্ডেমিক নিয়ে আতঙ্কিত টোকিয়ো অলিম্পিক্সের 66 শতাংশ স্বেচ্ছাসেবক

author img

By

Published : Jul 31, 2020, 8:46 PM IST

জুলাই মাসে টোকিয়ো অলিম্পিক্সের স্বেচ্ছাসেবকদের উপর সমীক্ষা করে আয়োজক কমিটি । সমীক্ষায় জানা গেছে কোরোনা প্যান্ডেমিক নিয়ে 66 শতাংশ স্বেচ্ছাসেবক হতাশ অথবা আতঙ্কিত ।

টোকিয়ো
টোকি্য়ো

টোকিয়ো, 31 জুলাই : কোরোনা প্যান্ডেমিকের প্রভাব নিয়ে 2020 টোকিয়ো অলিম্পিক্স ও প্যালিম্পিক্সের 60 শতাংশের বেশি স্বেচ্ছাসেবক আতঙ্কিত অথবা হতাশ । সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য ।

জাপানের জাতীয় সপ্রচার সংস্থা NHK শুক্রবার জানিয়েছে 2020 অলিম্পিক আয়োজন কমিটি জুলাই মাসে একটি সমীক্ষা করেছে । অলিম্পিক্স ভিলেজে কাজ করার জন্য নিয়োজিত স্বেচ্ছাসেবকদের উপর সমীক্ষা করা হয়। সমক্ষায় 80 হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে 26 হাজার সমীক্ষায় অংশগ্রহণ করেন । যেখানে একটি প্রশ্নের জন্য একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল ।

এছাড়াও 34 শতাংশ স্বেচ্ছাসেবক জানিয়েছে প্রশিক্ষণ স্থগিত হয়ে যাওয়ায় তারা কী করতে হবে তা ঠিক ভাবে বুঝে উঠতে পারেননি । কিছু স্বেচ্ছাসেবক জানিয়েছে তারা গেমস চলাকালীন সংক্রমণ নিয়ে চিন্তিত । আবার বেশ কিছু স্বেচ্ছাসেবক প্রশ্ন তুলেছেন আদৌ গেমস হবে তো ?

সমীক্ষায় স্বেচ্ছাসেবকদের কাছে জানতে চাওয়া হয় অলিম্পিক্স নিয়ে তাঁদের প্রধান হতাশা বা দুশ্চিন্তার কারণ কী ? সমীক্ষায় অংশ নেওযা স্বেচ্ছাসেবকদের মধ্যে 66 শতাংশ জানিয়েছে তারা কোরোনা প্যান্ডেমিক এবং গেমস চলাকালীন সংক্রমণ আটকাতে কী কী ব্যবস্যা নেওয়া হবে তা নিয়ে তারা চিন্তিত । জানিয়েছে NKH ।

টোকিয়োর গভর্নর জানিয়েছেন তারা সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন । টোকিয়োয় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে । গত 10 দিনের মধ্যে 9 দিনেই 200-র অধিক নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে । টোকিয়োয় মোট 12 , 228 জন কোরোনায় আক্রান্ত । এর মধ্যে 50 শতাংশ সংক্রমণ হয়েছে জুলাই মাসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.