ETV Bharat / sports

Asian Games 2023: অশ্বারোহণের ড্রেসেজ টিম ইভেন্টে সোনা ভারতের, দলে কলকাতার অনুষ; অভিনন্দন প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:53 PM IST

Updated : Sep 26, 2023, 5:26 PM IST

Indian Equestrian Dressage Team Create History in 19th Asian Games: 41 বছর পর এশিয়াডে অশ্বারোহণ প্রতিযোগিতায় সোনা ভারতের ঝুলিতে ৷ এশিয়াডে এ নিয়ে মোট তিনটি সোনা জয় ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে অশ্বারোহণ (ইকুয়েস্ট্রিয়ান) প্রতিযোগিতায় সোনা জিতল ভারত ৷ 41 বছর পর এই প্রতিযোগিতায় এশিয়াডে সোনার পদক এল ভারতের ঝুলিতে ৷ এশিয়াডে ড্রেসেজ টিম ইভেন্টে এই খেতাব জিতেছে ভারতের মিক্সড টিম ৷ ফাইনালে বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন ৷ এদের মধ্যে অনুষ আগারওয়াল্লা বাংলার ছেলে ৷ তাঁরা চলতি এশিয়াডে টিম ড্রেসেজ ইভেন্টে 209.205 স্কোর করেছেন তাঁরা ৷

41 বছর পর এশিয়াডে অশ্বারোহণে সোনা জয়ের পাশাপাশি ড্রেসেজ টিম ইভেন্টে প্রথমবার এই সোনা এল ভারতের ঝুলিতে ৷ প্রায় 10 ঘণ্টার দীর্ঘ এই প্রতিযোগিতায় আয়োজক চিন ছাড়াও এশিয়ার একাধিক দল ড্রেসেজ টিম ইভেন্টে অংশ নিয়েছিল ৷ সেখানে সকলকে পিছনে ফেলে ভারতের বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা বাজিমাত করলেন ৷ বিশেষত, প্রয়োজনের সময় নিজেদের সেরাটা দিয়েছেন ভারতের এই চার অশ্বারোহী ৷ ঐতিহাসিক কীর্তির জন্য স্বর্ণপদকজয়ী ইকুয়েস্ট্রিয়ান টিমকে অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ টিম এশিয়ান গেমসে সোনা জিতেছে ৷ কয়েক দশক পর এই সোনা জয় অত্যন্ত গর্বের ৷"

  • It is a matter of extreme pride that after several decades, our Equestrian Dressage Team has won Gold in Asian Games!

    Hriday Chheda, Anush Agarwalla, Sudipti Hajela and Divyakriit Singh have displayed unparalleled skill, teamwork and brought honour to our nation on the… pic.twitter.com/9GtxWKcPHl

    — Narendra Modi (@narendramodi) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতার ছেলে অনুষ আগারওয়াল্লা এবং তাঁর ঘোড়া ‘এটরো’ সবচেয়ে বেশি 71.088 পয়েন্ট স্কোর করেছেন ৷ হৃদয় ছেডা এবং তাঁর ঘোড়া এমরালড 69.941 পয়েন্ট স্কোর করেছেন ৷ দিব্যাকৃতি সিং এবং তাঁর ঘোড়া অ্যাড্রেনালিন ফিরদো 68.176 স্কোর করেছে ৷ আর সুদীপ্তি হাজেলা এবং তাঁর ঘোড়া চিনস্কি 66.706 পয়েন্ট স্কোর করে ভারতকে সোনা এনে দেয় ৷ সবমিলিয়ে ভারত অশ্বারোহণের ড্রেসেজ টিম ইভেন্টে 209.205 স্কোর করেছে ৷

আরও পড়ুন: সেইলিং ইভেন্টে দ্বিতীয় পদক ভারতের, নেহার রুপোর পর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ এবাদ আলির

দ্বিতীয়স্থানে শেষ করা চিনের মোট স্কোর 204.882 পয়েন্ট ৷ এদিন অনুষ আগারওয়াল্লা 71.088 পয়েন্ট স্কোর করে প্রতিযোগিতায় সকলের নজর কেড়ে নেন ৷ মূলত অনুশ, হৃদয় এবং দিব্যাকৃতির স্কোরের দৌলতে ভারত ড্রেসেজ টিম ইভেন্টে বাকিদের পিছনে ফেলে দেন ৷ আর সুদীপ্তি হাজেলার স্কোর ভারতের সোনার পদক সুনিশ্চিত করে ৷

Last Updated : Sep 26, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.