ETV Bharat / sports

গুরুতর চোটে সম্ভবত চলতি আইএসএল শেষ খাবরার, লাল-হলুদের পথে ডেভিড

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 11:00 PM IST

Harmanjot Singh Khabra: শুধু শনিবারের পঞ্জাব এফসি ম্যাচই নয় চলতি আইএসএলের বেশ কিছু ম্যাচই মাঠের বাইরে থাকতে হবে হরমনজ্যোৎ খাবরাকে । সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন অভিজ্ঞ সাইড ব্যাক ।

Khabra News
চোট গুরুতর সম্ভবত আইএসএলে নেই খাবরা

কলকাতা, 7 ডিসেম্বর: শুধু শনিবারের পঞ্জাব এফসি ম্যাচই নয়, চলতি আইএসএলের বেশ কিছু ম্যাচই মাঠের বাইরে থাকতে হবে হরমনজ্যোৎ খাবরাকে। সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন অভিজ্ঞ সাইড ব্যাক । পরে দেখা যায় ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়ছেন। পাঁচ গোলে জয়ের আনন্দের দিনে খাবরার চোট ছিল লাল-হলুদ শঙ্কার ইঙ্গিত ।

কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন, পরীক্ষা না-করে চোটের গভীরতা বোঝা সম্ভব নয় । যদিও খাবরা স্বয়ং চোট নিয়ে শঙ্কিত ছিলেন । এমআরআই রিপোর্ট হাতে আসার পরে ইস্টবেঙ্গল শিবির থেকে জানানো হয়েছে চোট পাওয়া খাবরাকে পর্যবেক্ষনে রাখা হচ্ছে । চোট সেরে ওঠার সম্ভাবনার ওপর ভবিষ্যত সিদ্ধান্ত নেওয়া হবে ।

সরকারিভাবে জানানো না-হলেও চলতি মাস তো বটেই দ্বিতীয় ভাগের আইএসএলেও খাবরার ফিট হওয়া কঠিন । মাঝে সুপার কাপ রয়েছে । সেখানেও খাবরার সার্ভিস পাওয়া ধরে নিয়েই দল সাজাতে হবে । অন্তত তিনমাস মাঠের বাইরে খাবরা । তাঁর অভাব ঢাকতে আই লিগের দল থেকে ভালো মানের স্বদেশী সাইড ব্যাকের খোঁজে ইতিমধ্যেই নেমে পড়েছে ইস্টবেঙ্গল । কারণ মন্দার দেশাই দুই দিকে খেলতে পারলেও শুধু তার ওপর নির্ভর করে আইএসএলের মত দীর্ঘ লিগ খেলা সম্ভব নয় । এদিকে মহমেডানের ডেভিডকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল । তার জন্য 17 লক্ষ টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে বলে খবর ।

কলকাতা লিগ এবং চলতি আই লিগে গোলের মধ্যে রয়েছেন ডেভিড । তাঁকে দলে নিতে পারলে গোল করার লোক বাড়বে কুয়াদ্রাতেরষদলে । এদিকে আইলিগে ভালো জায়গায় রয়েছে মহমেডান স্পোর্টিং । তারা শুক্রবারের গোকুলাম এফসি ম্যাচের পরে নতুন বিদেশির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে । আপাতত প্রিন্সকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তার বদলে এএফসি কাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বিদেশিকে নিতে চায় সাদা কালো শিবির ।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 5-0 গোলে জয় ইস্টবেঙ্গল এফসিকে বদলে দিয়েছে। খাবরার চোটের খারাপ খবর ছাড়া দলের প্রতিটি সদস্য পঞ্জাব এফসি ম্যাচ নিয়ে মনসংযোগে ব্যস্ত । আট পয়েন্ট ঝুলিতে নিয়ে সাত নম্বরে রয়েছে লাল-হলুদ । শনিবার জয় তুলে শেষ ছয়ে প্রবেশের বিষয়টি আরও উজ্বল করতে চায় ইস্টবেঙ্গল । কুয়াদ্রাত সেভাবে দলকে চ্যালেঞ্জ নিতে তৈরি করছেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.