ETV Bharat / sports

সেরেনার পর দ্বিতীয় মহিলা হিসেবে টানা 2 বার ডব্লিউটিএ বর্ষসেরা ইগা শিয়নটেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 1:03 PM IST

Iga Swiatek Wins WTA Player of The Year: ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা মহিলা খেলোয়াড় হলেন ইগা শিয়নটেক ৷ পরপর দু’বছর এই খেতাব জিতলেন তিনি ৷ এর আগে প্রাক্তন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস পরপর দু’বার ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ৷

ETV BHARAT
ETV BHARAT

সেন্ট পিটার্সবার্গ, 12 ডিসেম্বর: চলতি বছরেও মহিলাদের টেনিসে 1 নম্বর ব়্যাংকিং ধরে রেখেছেন পোলিশ খেলোয়াড় ইগা শিয়নটেক ৷ যার সুবাদে এ বছরেও ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের খেতাব জিতলেন তিনি ৷ দ্বিতীয় মহিলা টেনিস তারকা হিসেবে পরপর দু’বছর এই খেতাব নিজের নামে করলেন শিয়নটেক ৷ এর আগে মার্কিন তারকা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস টানা দুই বা তার বেশিবার এই সম্মান পেয়েছিলেন ৷

সেরেনা উইলিয়ামস 2012 সাল থেকে 2015 পর্যন্ত পরপর তিনবছর ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের সম্মান পেয়েছিলেন ৷ আর এ বছরের সেরা মহিলা টেনিস খেলোয়াড়ের খেতাবজয়ী শিয়নটেক, 2023 সালে 6টি ট্যুর খেতাব জিতেছেন ৷ সেই সঙ্গে জুন মাসে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন তিনি ৷ যা ইগা শিয়নটেকের তৃতীয় রোঁলা গ্যারো খেতাব এবং চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব ছিল পোলিশ টেনিস তারকার ৷

উল্লেখ্য, 2022 সালের এপ্রিল মাস থেকে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মহিলাদের বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন তিনি ৷ এর পর এক নম্বর স্থান হারিয়েছিলেন ৷ তবে, নভেম্বরে দু’টি ডব্লিউটিএ খেতাব জিতে নিজের এক নম্বর জায়গা ফিরে পান শিয়নটেক ৷ পোল্যান্ডের এই 22 বছরের টেনিস তারকা এই মরশুমে তাঁর শেষ দু’টি টুর্নামেন্টে অপরাজিত থেকেছেন ৷ গত মাসেই দু’টি ডব্লিউটিএ ফাইনাল জিতেছেন তিনি ৷ প্রথমটি ক্যানকুনে এবং দ্বিতীয়টি মেক্সিকোতে ৷ আর তার পরেই অ্যারিনা সাবালেঙ্কাকে টপকে এক নম্বর স্থান পুনরুদ্ধার করেন ইগা শিয়নটেক ৷

সোমবার ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন তাদের বর্ষসেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে ৷ সেখানে এই মরশুমে উন্নতির দিক থেকে সেরা খেলোয়াড় হয়েছেন চিনের ঝেং কিনওয়েন ৷ বর্ষসেরা নবাগত হয়েছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা ৷ বর্ষসেরা কামব্যাকের জন্য নির্বাচিত হয়েছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা ৷ আর বর্ষেসরা কোচ হয়েছেন টমাস উইক্টোরোস্কি ৷ ইনি ইগা শিয়নটেকের কোচ ৷ অস্ট্রেলিয়ার স্টর্ম হান্টার এবং বেলজিয়ামের এলিস মের্টেন্স বর্ষসেরা ডাবলস জুটি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রিয়াদ সিজন কাপে খেলবে ইন্টার মিয়ামি, 1 ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ
  2. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্থ
  3. আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.