ETV Bharat / sports

Asian Games 2023: রোয়িংয়ে জয়জয়কার, দলগত ও ডাবলস ইভেন্টে একটি রুপো-সহ 3টি পদক পুরুষদের ঝুলিতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 1:27 PM IST

Updated : Sep 24, 2023, 3:03 PM IST

India Dominates Rowing in Asian Games: এশিয়ান গেমসের প্রথমদিন রোয়িংয়ে তিনটি পদক ভারতের ৷ যেখানে 2টি রুপো ও 1টি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ দল ৷ এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারত 5টি পদক জিতেছে ৷

Image Courtesy: Amit Shah Twitter/X
Image Courtesy: Amit Shah Twitter/X

হ্যাংঝাউ, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শুরুতে রোয়িংয়ে দাপট ভারতের ৷ পুরুষদের লাইট ওয়েট স্কালস রোয়িংয়ে রুপো জিতলেন ভারতের অর্জুন লাল জাঠ এবং অরবিন্দ সিং ৷ অন্যদিকে, রোয়িংয়ে পুরুষদের ডাবলস ইভেন্টের ফাইনালে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন রোয়ার লেখ রাম এবং বাবু লাল ৷ আর কক্সড এইট টিম ইভেন্টের ফাইনালে পুরুষরা রুপো জিতেছেন ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসে রোয়িংয়ে তিনটি পদক জিতেছে ভারত ৷ ভারতীয় রোয়িং টিমকে এই সাফল্যের জন্য অভিন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

টোকিয়ো অলিম্পিক্সে এগারো নম্বরে শেষ করা লাইট ওয়েট স্কালস রোয়িং দল এশিয়ান গেমসের ফাইনালে পোডিয়ামে জায়গা করে নিয়েছে ৷ ভারতের দুই রোয়ার অর্জুন লাল জাঠ এবং অরবিন্দ সিং দ্বিতীয় স্থানে শেষ করেছেন ৷ পুরুষদের এই ইভেন্টের ফাইনালে সোনা জিতেছে চিন ৷ ভারতীয় সেনার দুই জওয়ান 6 মিনিট 28 সেকেন্ড 18 মাইক্রো সেকেন্ডে লাইট ওয়েট স্কালস রোয়িং প্রতিযোগিতা শেষ করেন ৷

  • #AsianGames की रोइंग स्पर्धा में भारत का शानदार प्रदर्शन जारी।

    भारतीय पुरुष टीम को रोइंग में सिल्वर मैडल जीतने पर बधाई देता हूँ। इस उपलब्धि पर पूरे देश को आप सभी पर गर्व है। pic.twitter.com/UkuqLxv5Ta

    — Amit Shah (@AmitShah) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোয়িংয়ে পুরুষদের ডাবলস ইভেন্টের ফাইনালে লেখ রাম এবং বাবু লাল রোয়িংয়ে ভারতকে দ্বিতীয় পদক এনে দেন ৷ ফাইনালে তাঁরা 6 মিনিট 50 সেকেন্ড 41 মাইক্রো সেকেন্ডে 1500 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জেতেন ৷ পুরুষদের ডাবলস ইভেন্টে প্রথম হয়েছে হংকং এবং দ্বিতীয় স্থানে শেষ করেছে উজবেকিস্তান ৷ হংকং এর দুই প্রতিযোগী 5 মিনিট 5 সেকেন্ড ও 11 মাইক্রো সেকেন্ড দূরত্ব অতিক্রম করেন ৷

  • India wins the third medal in the #AsianGames as Lekh Ram and Babu Lal Yadav clinch the bronze in the Men's pair rowing final.

    My heartfelt congratulations to them and best wishes for their future endeavors. pic.twitter.com/UxpnZZ6grM

    — Amit Shah (@AmitShah) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের

রোয়িংয়ে পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টে ভারত রুপোর পদক জিতেছে ৷ ভারতীয় দলের প্রত্যেকটি সদস্যের শারীরিক বল ও দলগত প্রয়াসে রোয়াররা 5 মিনিট 43 সেকেন্ড ও 1 মাইক্রো সেকেন্ডে ওয়াটারলাইন ক্রস করে দ্বিতীয় স্থান শেষ করে ৷ রোয়িংয়ে দ্বিতীয় রুপো-সহ মোট 3টি পদক জিতল ভারত ৷ প্রতিযোগিতার মাঝামাঝি সময়ে ভারত তৃতীয় স্থানে ছিল ৷ কিন্তু, শেষ অর্ধে এসে ভারতীয় রোয়াররা অসাধারণ পারফরম্যান্স করে দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ চিন পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টে সোনা জিতেছে ৷ তাদের থেকে মাত্র 2.84 সেকেন্ড বেশি সময়ে ওয়াটারলাইন ক্রস করে ভারতীয় দল ৷

Last Updated : Sep 24, 2023, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.