ETV Bharat / sports

SAFF Championship : সাফ ফাইনালে পৌঁছতে মালদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

author img

By

Published : Oct 13, 2021, 8:13 AM IST

পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী নেপাল এবং মালদ্বীপ ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে এক বিন্দুতে ৷ ভারত এক পয়েন্ট পিছনে থেকে তৃতীয় স্থানে ৷

SAFF Championship
সাফ ফাইনালে পৌঁছতে মালদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

মাল (মালদ্বীপ), 13 অক্টোবর : নেপালের বিরুদ্ধে জয় ভারতীয় দলকে বদলে দিয়েছে ৷ সাফকাপের শেষ ম্যাচে মেন ইন ব্লু-এর প্রতিপক্ষ মালদ্বীপ ৷ পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী নেপাল এবং মালদ্বীপ ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে এক বিন্দুতে ৷ ভারত এক পয়েন্ট পিছনে থেকে তৃতীয় স্থানে ৷ সেদিক থেকে বুধবার মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচটি সুনীল ছেত্রীদের কাছে ফাইনালে ওঠার শেষ সুযোগ ৷

ভারত অধিনায়ক ইতিমধ্যেই আর্ন্তজাতিক ম্যাচে দেশের জার্সিতে 77টি গোল করে ফুটবল সম্রাটের কীর্তিকে স্পর্শ করেছেন ৷ তবে এই অসাধারণ কৃতিত্বকে পাত্তা দিচ্ছেন না সুনীল ছেত্রী ৷ কারণ তাঁর মতে, ব্যক্তিগত কৃতিত্ব তৃপ্তি দিলেও দল সাফল্য না পেলে তার কোনও মূল্য থাকে না ৷ গত ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলায় তিনি খুশি নন, বরং আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন ৷

আরও পড়ুন : SAFF Championship : পেলেকে স্পর্শ করলেন সুনীল, জয়ে ফিরল ভারত

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে টিম মিটিংয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন সুনীল ৷ বুধবারের ম্যাচের গুরুত্ব বোঝানো হয়েছে তাঁদের ৷ পাশাপাশি এই ম্যাচে জয় ছাড়া ফাইনালের দরজা যে খুলবে না সেটাও বুঝতে পারছেন সকলে ৷ কোচ ইগর স্টিমাচ জানিয়েছেন, দু'টো ম্যাচে জয় যে তাঁদের ফাইনালে তুলতে পারে তা আগেই জানা ছিল ৷ নেপালের বিরুদ্ধে জয় দলের খারাপ পারফরম্যান্সে রাশ টেনেছে ৷ এবার মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচেও জয়ের এই ধারা ধরে রাখাই চ্যালেঞ্জ ৷ গোলমুখে ব্যর্থতা, মাঝমাঠের খেলায় বোঝাপড়ার অভাব ভারতকে যে ভোগাচ্ছে, তা মানছেন স্টিমাচ ৷ প্রতিপক্ষ মালদ্বীপের বিরুদ্ধে ভুলের পুনরাবৃত্তি করা যাবে না তা টিম মিটিংয়ে বলেছেন তিনি ৷ যেহেতু এই ম্যাচে ড্র করলেই মালদ্বীপ ফাইনালের টিকিট পেয়ে যাবে তাই তারা রক্ষণ সামলাতে বাড়তি মনোযোগ দেবে ধরে নিয়েই দ্রুত গোল তুলে নেওয়ার কথা বলছেন স্টিমাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.