ETV Bharat / sports

East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

author img

By

Published : Aug 23, 2021, 6:58 PM IST

Updated : Aug 23, 2021, 7:30 PM IST

অনিশ্চিত হয়ে পড়ল আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা ৷ শ্রী সিমেন্টের তরফে বিনা আর্থিক শর্ত ছাড়াই স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলকে ৷ সূত্রের খবর, বাঙ্গুর গোষ্ঠীর তরফে এ নিয়ে মুখ্যমন্ত্রীকেও একটি ইমেল করা হয়েছে ৷ তবে, বুধবার নবান্নে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে ৷

sree-cement-withdrawal-their-support-from-east-bengal-club
বিচ্ছেদের চিঠি পৌঁছাল নবান্নে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আইএসএলে ইস্টবেঙ্গলকে ঘিরে আশঙ্কা

কলকাতা, 23 অগস্ট : এ বারের আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলের খেলা ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ল। শ্রী সিমেন্ট (Sree Cement) জানিয়ে দিয়েছে, তারা আর ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না ৷ তারা ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে । এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে লগ্নিকারী বাঙ্গুর গোষ্ঠীর বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ই-মেল বাঙ্গুর গোষ্ঠী (Bangur group)-র তরফে জানানো হয়েছে, তারা ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন । কোনও আর্থিক দাবি না করেই শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলকে । এই পরিস্থিতিতে বুধবার নবান্নে দুই পক্ষকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ও ইস্টবেঙ্গল বৈঠকে বসবে ৷

সূত্রের খবর, বাঙ্গুর গোষ্ঠীর তরফে মুখ্যমন্ত্রীকে করা ইমেলে জানানো হয়েছে, অগনিত লাল হলুদ সমর্থকের মতো তারাও চান ইস্টবেঙ্গল আইএসএল খেলুক । তাই তারা কোনও বাধা সৃষ্টি করতে চান না । এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানিয়েছেন, তিনি চান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান আইএসএলে খেলুক । মোহনবাগান খেলায় তিনি খুশি । ইস্টবেঙ্গলের ব্যাপারে লগ্নিকারীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল জটিলতা কেটে যাওয়ার । তিনি আশা করেছিলেন 16 অগস্ট সবকিছু ঠিক হয়ে যাবে । এখন শেষ মুহূর্তে এই সরে যাওয়ার পিছনে অন্য অর্থ রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷

এ নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যা ঘটল তা খুবই খারপ । শেষ মুহূর্তে এসে সরে গেল বিনিয়োগকারী সংস্থা । এটা খুবই বাজে বিষয় করল । মোহনবাগান আইএসএলে খেলছে, চাই ইস্টবেঙ্গলও খেলুক । ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী একটা ক্লাবকে এত দিন ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে বলা হচ্ছে আর পারবে না । এর জন্য আমরা দুঃখিত, বিরক্ত । আমরা যে বিরক্ত, সেটা ওদের জানাব ৷’’

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘তাহলে এক বছর ধরে এত কথাবার্তা চালাল কেন ওরা ? আমাকেও তো এসে বলে গিয়েছিল সমস্যা মিটে যাবে । তাহলে কী এমন ঘটল ? এর পিছনে কী এমন রহস্য আছে, যার জন্য বলছে আর পারবে না, ছেড়ে চলে যাচ্ছে ৷’’ গত বার শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলতে পেরেছিল। এ বারও কি সেরকম কিছু হবে? মমতা বলেন, ‘‘আমরা চাই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সবাই খেলুক । সময় খুব কম । তবু আমরা চেষ্টা করব । ইস্টবেঙ্গলের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত ৷’’

আরও পড়ুন : East Bengal : কতটা ছাড়তে হয় ইস্টবেঙ্গল জানে, দাবি লাল হলুদ কর্তাদের

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট যুক্ত হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করা নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে ৷ ক্লাবের অভিযোগ, প্রাথমিক চুক্তিপত্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রের বিস্তর ফারাক রয়েছে ৷ অন্যদিকে, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব একের পর এক নতুন শর্তের কথা বলছে ৷ ফলে এই অবস্থায় তারা আর ক্লাবকে টাকা দেবে না ৷ শ্রী সিমেন্টের পক্ষ থেকে মুখ্য়মন্ত্রীকে ই-মেল করার কথা অবশ্য সরকারী ভাবে জানানো হয়নি। এই সংস্থার হয়ে যিনি গোটা ব্যাপারটি দেখছেন, সেই শিবাজী সমাদ্দার বললেন, অন্তত তিনি এরকম কোনও ই-মেল পাঠাননি ৷

আরও পড়ুন : East Bengal : অপেক্ষা এবং শর্তের জটে ইস্টবেঙ্গলে ফুটবলটাই এখন ব্রাত্য

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দেবব্রত সরকার জানিয়েছেন, ‘‘আমাদের ক্লাবেও এরকম কোনও ই-মেল এখনও আসেনি ৷ তবে শুনেছি, ওরা আর থাকছে না ৷ দুই পক্ষের হয়ে যিনি মধ্যস্থতা করছিলেন, সেই শ্রেনিক শেঠ যদি আর একটু সহযোগিতা করতেন, তাহলে হয়তো সমস্যা মিটে যেত ।’’ আইএসএলে খেলতে হলে 31 অগস্টের মধ্যে ইস্টবেঙ্গলকে যাবতীয় বিবাদ মিটিয়ে ফেলতে হতো । আর এক সপ্তাহের মধ্যে নতুন করে কাদের সঙ্গে চুক্তি হবে, তা অনিশ্চিত । ইস্টবেঙ্গল ক্লাব আশাবাদী, গত বার যেরকম শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন ৷

Last Updated : Aug 23, 2021, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.