ETV Bharat / sports

Indian Football: দশজনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র, নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ স্টিম্যাচ

author img

By

Published : Oct 5, 2021, 9:29 AM IST

সাফের প্রথম ম্যাচেই আটকে গেল ভারত ৷ অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হল ইগর স্টিম্যাচের দলের ৷ আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ফুটবল অনুরাগীরা ৷

Igor Stimac
দশজনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র, নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ স্টিম্যাচ

মালে (মালদ্বীপ), 5 অক্টোবর: আন্তর্জাতিক মঞ্চে কিংবা প্রতিযোগিতামূলক স্তরে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে ৷ তালিকায় নবতম সংযোজন সাফের প্রথম ম্যাচ ৷ ফেভারিট হিসেবে শুরু করেও সাফের শুরুতেই হোঁচট ৷ সোমবার প্রথম ম্যাচে সুনীলদের রুখে দিয়ে গেল দশজনের বাংলাদেশ ৷ অধিনায়কের গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করল ব্লু টাইগার্স'রা ৷ স্বভাবতই এমন ফলাফলে হতাশ দেশের ফুটবল অনুরাগীরা ৷ এদিন ম্যাচের পর তারা সমালোচনায় বিদ্ধ করলেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচকে ৷

কোচের পাশাপাশি নেটিজেনদের নিশানায় ভারতের ফুটবল ফেডারেশনও ৷ আন্তর্জাতিক স্তরে সফল হওয়ার সঠিক টোটকা খুঁজে পেতে ব্যর্থ ফেডারেশন ৷ নেটিজেনদের দাবি এমনটাই ৷ সবমিলিয়ে সাফের শুরুতে সুনীলরা আটকে যাওয়ায় অনুরাগীদের রোষানলে কোচ এবং ফেডারেশন দুইই ৷

জাতীয় দলের অফিসিয়াল ফ্যান ফোরাম 'ব্লু পিলগ্রিমস' এদিন টুইটে লেখে, ‘‘এক মিনিট নীরবতা আমাদের ফেডারেশনের জন্য ৷ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেও 10 জনের বাংলাদেশকে হারানোর সঠিক উপকরণ খুঁজে পেতে ব্যর্থ তারা ৷’’ কেউ বা লেখেন, ‘‘বছরে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলে এর চেয়ে ভাল ফল সম্ভব নয় ৷’’

আরও পড়ুন: সালাহর দৃষ্টিনন্দন গোলেও নিষ্ফলা লিভারপুল-ম্যান সিটি থ্রিলার

একইসঙ্গে জাতীয় দলে কোচের হটসিটে স্টিম্যাচ আর কতদিন থাকবেন, প্রশ্ন তুলে দেন অনুরাগীরা ৷ উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার এই পাঁচদলীয় ফুটবল টুর্নামেন্টে ভারতই ব়্যাংকিংয়ে সবার উপরে থাকা দল ৷ এদিন ম্যাচের 26 মিনিটে উদান্তার অ্যাসিস্ট থেকে ব্লু টাইগার্স'দের এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷

74 মিনিটে সেই গোল শোধ করেন ইয়াসিন আরাফত ৷ ম্যাচের 54 মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘো৷ষ লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও দ্বিতীয় গোলের মুখ খুলতে পারেনি ভারত ৷ আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন সুনীলরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.