কলকাতা, 7 জুলাই : নতুনভাবে যাত্রা শুরু করেই শক্তিশালী দল গঠনের দিকে এগোল মহমেডান । গত মরশুমের সাতজনকে দলে রাখার পাশাপাশি বিদেশি ডিফেন্ডার কিংসলেকে দলে নিল তারা । সাংবাদিক বৈঠকে নতুন সচিব ওয়াসিম আক্রম এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে কিংসলের হাতে জার্সি তুলে দেওয়া হয় ।
এজে কিংসলে ওবুমনেমের কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে । ফলে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি । শোনা যাচ্ছিল, মহামেডান কাতসুমিকে সই করানোর চেষ্টা চলছে । কিন্তু সাদা-কালো কর্তাদের কথায় সেই খবরের সত্যতা মেলেনি । বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিতে চায় মহামেডান ৷ ইঙ্গিত দিয়েছেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস । তাই ভালোমানের স্ট্রাইকার দলে নেওয়ার জন্য মোহনবাগানের পাপা বাবা দিওয়াড়াকে প্রস্তাব দেওয়া হয়েছে । তাঁর জন্য অপেক্ষা করতে চায় মহামেডানের রিক্রুটাররা ।
গত মরশুমে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলা ছাংতেকে দলে রাখল সাদা-কালো শিবির । এছাড়াও তীর্থঙ্কর সরকার, প্রিয়ন্ত সিং সহ চারজনকে দলে রাখা হয়েছে । কলকাতা লিগে সাফল্যের পাশাপাশি আই লিগে জায়গা করে নেওয়াকে পাখির চোখ করছেন সচিব ওয়াসিম আক্রম । তিনি বলেন, অবস্থা স্বাভাবিক হলে সরকারের নির্দেশ পাওয়া গেলেই বল নিয়ে নামবেন তাঁরা । তার আগে দল গুছিয়ে নিতে চাইছেন । দলের বাঙালি ব্রিগেডের উপর আস্থা রাখতে চায় সাদা-কালো শিবির । তাই স্থানীয় ভালো ফুটবলারদের দলে নেওয়ার পাশাপাশি অভিষেক দাসকে নেওয়ারও চেষ্টা চলছে ।