ETV Bharat / sports

Jose Ramirez Barreto : নবরূপে মোহনবাগান ক্লাব তাঁবু দেখে মুগ্ধ ব্যারেটো

author img

By

Published : Oct 1, 2021, 9:36 AM IST

সাবেকি ক্লাব তাঁবু নতুনভাবে সেজে উঠেছে । পুরানো সাজঘর এখন অতীত । প্রিয় ক্লাবের নয়া রূপ দেখতে কলকাতায় এসেই মোহনবাগান ক্লাব তাঁবুতে পা দেন ব্যারেটো ।

Jose Ramirez Barreto
Jose Ramirez Barreto

কলকাতা, 1 অক্টোবর : সবুজ মেরুনে সবুজ তোতা । বৃহস্পতিবার দুপুরবেলা যখন গোটা রাজ্যের নজর ভবানীপুরের উপনির্বাচনের দিকে তখনই ব্রাজিলিয়ান ফুটবলার ফিরলেন তাঁর প্রিয় ক্লাবে । সেই সাবেকি মোহনবাগান আর নেই । এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা আইএসএলে । তবে সবুজ মেরুন জার্সি, মোহনবাগান জনতার উচ্ছ্বাস, আবেগ সব আগের মতই বর্তমান । তাই সময় এগোলেও মোহনবাগানের স্বাদ, স্বপ্ন অপরিবর্তিত । সেই চেনা পরশ গায়ে মাখতে ফের গোষ্ঠ পাল সরণিতে এলেন জোসে রামিরেজ ব্যারেটো ।

সাবেকি ক্লাব তাঁবু নতুনভাবে সেজে উঠেছে । পুরানো সাজঘর এখন অতীত । প্রিয় ক্লাবের নয়া রূপ দেখতে কলকাতায় এসেই মোহনবাগান ক্লাব তাঁবুতে পা দেন ব্যারেটো । নবরূপে সজ্জিত মোহনবাগান তাঁবু ঘুরে দেখলেন ৷ যা দেখে চমকে গিয়েছেন সবুজ তোতা । দু’ঘণ্টা দুয়েক থেকে ক্লাব তাঁবু থেকে বেরিয়ে যান তিনি । নতুন তাঁবু দেখে বাকরুদ্ধ ব্যারেটো । সামাজিক মাধ্যমে নিজের এই মুগ্ধতার কথা জানান তিনি ।

আরও পড়ুন : East Bengal ISL : আইএসএলের প্রস্তুতি শুরু লাল-হলুদের, গোয়ায় পৌঁছচ্ছেন ফুটবলাররা

ব্যারেটোকে 1911-র মোহনবাগান জার্সি উপহার দেন ক্লাব কর্তারা । সেই জার্সি সঙ্গে সঙ্গে পরে ফেলেন ব্যারেটো । চোখে মুখে লেগে ছিল পুরানো আবেগ । ব্যারেটো লিখেছেন, "কলকাতা আমার দ্বিতীয় বাড়ি । সব সময় ফিরতে চাই এই শহরে । নতুন মোহনবাগানের ক্লাব তাঁবু দেখে আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি । ইতিহাস আর স্থাপত্যের দারুণ নিদর্শন আমার প্রিয় ক্লাবের তাঁবু । ভারতে যতবার আসব মোহবাগানের তাঁবু হবে অন্যতম প্রিয় ডেস্টিনেশন । আরও এক বার মোহনবাগানের জার্সি পরলাম । ফের সবুজ মেরুন জার্সি পরতে পেরে গর্ব অনুভব করছি । অমর একাদশের এই জার্সি আমাকে উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ।" ব্যারেটোর সঙ্গে ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বসু, কর্তা দেবাশিস দত্ত-সহ কার্যকরী কমিটির সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.